promotional_ad

শেষ দুই ম্যাচেই জয় চায় প্রাইম দোলেশ্বর

promotional_ad

ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লীগ পর্বের ম্যাচে সোমবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মাঠে নামবে শিরোপা প্রত্যাশী প্রাইম দোলেশ্বর। এই ম্যাচ জিতলে শিরোপার দৌঁড়ে টিকে থাকবে তারা।


তবে, শিরোপা জয়ের আগে এই ম্যাচে জয় পেলে অন্তত রানার্স আপ হওয়া অনেকটাই নিশ্চিত হয়ে যাবে প্রাইম দোলেশ্বরের। এদিকে শিরোপা খুব কাছাকাছি আছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আবাহনী লিমিটেডও।


১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সবার উপরে আবাহনী। সমান সংখ্যক ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পয়েন্ট সমান ১৮ পয়েন্ট। আর ১৫ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে আছে প্রাইম দোলেশ্বর।



promotional_ad

তাদের রানার্স আপ ও চ্যাম্পিয়ন হতে হলে জটিল সমীকরণ পার হতে হবে। তবে যাই হোক পরবর্তী দুই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়ার দৌঁড়ে টিকে থাকতে চায় প্রাইম দোলেশ্বর। এমনটাই জানিয়েছেন দলটির তারকা ব্যাটসম্যান ইমতিয়াজ হোসেন।


ইমতিয়াজের ভাষ্যমতে, "পরবর্তী দুটি ম্যাচই ইম্পোর্টেন্ট। যদি আমরা জিতি তাহলে রানার্স আপ হচ্ছি কনফার্ম। চ্যাম্পিয়ন হবো নাকি বলতে পারছি না। দল হিসেবে আমরা খুব ভালো খেলছি। আমার এই বছরটা খুব বেশি ভালো যাচ্ছে না। আশা করি পরবর্তী দুই ম্যাচে ভালো করব।"


ভাগ্যের সহায়তা থাকলে প্রাইম দোলেশ্বর চ্যাম্পিয়ন হবে বলে বিশ্বাস ইমতিয়াজের। তার দলের যতটুকু সম্ভাবনা আছে তা কাজে লাগাতে চান এই ব্যাটসম্যান। সেই লক্ষ্যে দলের সবাই কঠিন পরিশ্রম করছে বলে নিশ্চিত করেছেন তিনি। 



এই প্রসঙ্গে ইমতিয়াজ বলেছেন, "গাণিতিক ভাবে এটা বেশ কঠিন। শেষ দুটি ম্যাচ যদি আমরা জিতি এরপর ভাগ্যের সহায় থাকলে হবে। এখনও আমরা আশাবাদী। সুপার লীগে সব দলই শক্তিশালী। সেই ভাবে যদি চিন্তা করি শেষ দুটি ম্যাচ জিতলে আমাদের সম্ভাবনা আছে। আমরা এই সম্ভাবনাটা কাজে লাগানোর জন্য তৈরি। সবাই অনুশীলন করছে।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball