ব্যাগ ভর্তি 'কৌশল' নিয়ে মুম্বাইয়ে মুস্তাফিজ

ছবি:

টাইগার পেসার মুস্তাফিজুর রহমান আইপিএলের এবারের আসরে অংশ নিতে দেশ ছেড়ে শনিবার। তার দল মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ফেসবুক পেজে একটি ছবি দিয়ে জানিয়েছে এই টাইগার পেসার মুম্বাই পৌঁছেছেন নিরাপদেই।
সেই ছবিতে দেখা গেছে মুস্তাফিজুর রহমানের গায়ে মুম্বাই ইন্ডিয়ান্সের অনুশীলন জার্সি। আর তার সাথে রয়েছে মুস্তাফিজুর রহমান ও মুম্বাই ইন্ডিয়ান্সের নাম সম্বলিত একটি বড় লাগেজ।

মুম্বাই ইন্ডিয়ান্সের পোস্ট অনুযায়ী, এই টাইগার পেসার লাগেজ ভর্তি কৌশল নিয়েই মুম্বাই শিবিরে যোগ দিয়েছেন বলে বার্তা দেয়া হয়েছে। সেই ছবির ক্যাপশনে তারা লিখেছে, ‘বন্ধুরা, তিনি এখানে। ব্যাগভর্তি কৌশল নিয়ে হাজির হয়েছে মুস্তাফিজুর রহমান।’
এদিকে মুস্তাফিজকে পেয়ে উচ্ছ্বসিত মুম্বাই দলের অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে কোচিং স্টাফরা। এই টাইগার পেসার ২০১৬ সালে আইপিএল অভিষেকেই দুর্দান্ত বোলিং করেছিলেন। সেই আসরে ১৯ উইকেট দখল করেছিলেন মুস্তাফিজ।
হয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটার। তারপর অবশ্য গত আসরে খুব একটা ভালো করতে পারেননি তিনি। এবার নতুন দলের হয়ে মুস্তাফিজ কতোটা আলো ছড়ান এটাই দেখার বিষয়।