প্রোটিয়া পেসারদের তান্ডবে কোনঠাসা অস্ট্রেলিয়া

ছবি:

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে চার ম্যাচ সিরিজের শেষ টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার করা ৪৮৮ রানের জবাবে ১১০ রানে ৬ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারী অস্ট্রেলিয়া।
প্রথম ইনিংসে প্রোটিয়াদের গড়া রানের পাহারের জবাবে ব্যাট করতে নেমে শুরু থকেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। তারা দলীয় ১০ রানেই ৪ রান করা ওপেনার জো বার্নসকে হারায়। তারপর দলীয় ৩৪ রানে সাজঘরে ফিরে যান আরেক ওপেনার ম্যাট র্যানশো।
এই অজি ওপেনারের ব্যাট থেকে এসেছে মাত্র ৮ রান। ৪ রানের ব্যবধানে হ্যান্ডসকম্বের উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। তিনি কোনো রান না করেই ফিরেছেন সাজঘরে। এরপর শন মার্শ ও উসমান খাজা কিছুটা প্রতিরোধ গড়লেও তা বেশক্ষন স্থায়ী হয়নি।
খাজা ৫৩ রান করে ফিরে যাওয়ার পর আবারও শুরু হয় অজি ব্যাটসম্যানদের আসা যাওয়া। খাজার সঙ্গী শন মার্শ ফিরেছেন ১৬ রান করে। মিচেল মার্শ আউট হয়েছেন ৪ রান করে। দ্বিতীয় দিন শেষে ৫ রানে উইকেটরক্ষক ও অধিনায়ক টিম পেইন অপরাজিত আছেন।
তার সঙ্গী প্যাট কমিন্স ৭ রান নিয়ে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে একাই ৩ উইকেট শিকার করেছেন প্রোটিয়া পেসার ভারনন ফিল্যান্ডার, ১ টি করে উইকেট দখল করেছেন কাগিসো রাবাদা, মরনে মরকেল ও কেশভ মহারাজ।

এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে ১৩৬.৫ ওভার ব্যাট করে টিম পেইনের দলের সামনে ৪৮৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। টস জিতে আগে ব্যাট করে টেস্টের প্রথম দিন ৬ উইকেট হারিয়ে ৩১৩ রান করেছিল প্রোটিয়ারা।
১৫২ রান করে আউট হয়েছিলেন এইডেন মার্করাম। ৬৯ রান করে আউট হয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। প্রথম দিন শেষে ২৫ রানে ভাবুমা এবং ৭ রানে ব্যাট করছিলেন কুইন্টন ডি কক। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে ডি কক ফিরেছেন ৩৯ রান করে।
এরপর ফিল্যান্ডার ১২ এবং কেশব মাহারাজ করেন ৪৫ রান। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা মরনে মরকেল প্রথম বলেই বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন। যার ফলে, ৪৮৮ রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা।
ব্যাট হাতে দারুণ খেলতে থাকা টেম্বা ভাবুমা ৯৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়তে হয়। সঙ্গীর অভাবে তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটি পাওয়া হয়নি। অস্ট্রেলিয়ার হয়ে প্যাট কামিন্স ৮৩ রান দিয়ে নেন ৫ উইকেট। ৩ উইকেট দখল করেছেন নাথান লায়ন এবং ২ উইকেট নেন অভিষিক্ত চ্যাড সেয়ার্স।
দক্ষিণ আফ্রিকা (প্রথম ইনিংস): ৪৮৮/১০ (এইডেন মার্করাম ১৫২, এবি ডি ভিলিয়ার্স ৬৯, টেম্বা বাভুমা ৯৫)
(প্যাট কমিন্স ৮৩/৫, নাথান লায়ন ১৮২/৩, চ্যাড সেয়ার্স ৭৮/২)
অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস): ১১০/৬ (উসমান খাজা ৫৩, শন মার্শ ১৬)
(ভারনন ফিল্যান্ডার ১৭/৩, কাগিসো রাবাদা ২৪/১, মরনে মরকেল ২৩/১, কেশভ মহারাজ ৩৫/১)