promotional_ad

"টেম্পারিং ছাড়াও রিভার্স সুইং সম্ভব"

promotional_ad

রিভার্স সুইংকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন পাকিস্তানি তারকা পেসার ওয়াসিম আকরাম-ওয়াকার ইউনিসরা। তবে, কেপটাউন টেস্টে রিভার্স সুইং পেতে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটরা বল বিকৃতির মতো গুরুত্বর অপরাধ করেছেন।


ফলে ১ বছরের জন্য নিষিদ্ধ হতে হয়েছে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে। সঙ্গে ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। একসময় রিভার্স সুইংকে ইংরেজরা ‘অবৈধ’ মনে করলেও অনেকের কাছেই তা ‘শিল্প’।


এদিকে সাবেক পাকিস্তানি পেসার সরফরাজ নেওয়াজ জানিয়েছেন, বল বিকৃতি (টেম্পারিং) ছাড়াই রিভার্স সুইং পাওয়া সম্ভব। রিভার্স সুইংয়ের ব্যাপারটি বিজ্ঞান সম্মত বলেও দাবি তার।


সংবাদ সংস্থা এএফপিকে সরফরাজ বলেছেন, ‘রিভার্স সুইং হলো প্রতারণা, এটা বলাই হাস্যকর। বল বিকৃতি ছাড়াই রিভার্স সুইং পেতে পারেন। নতুন বলে প্রচলিত সুইং পাওয়া যায় আর পুরোনো বলে রিভার্স সুইং। ব্যাপারটা পরীক্ষাগারেই প্রমাণিত যে রিভার্স সুইং সম্পূর্ণ বিজ্ঞানসম্মত।’



promotional_ad

পাকিস্তানের জার্সি গায়ে ৫৫ টেস্টে ১৭৭ উইকেট নেওয়া সাবেক এ পেসারকে রিভার্স সুইয়ের জন্যই মনে রাখবে অস্ট্রেলিয়া। ১৯৭৯ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষেই ৮৬ রানে ৯ উইকেট নিয়েছিলেন সরফরাজ। এর মধ্যে ৩৩ বলের ব্যবধানে ১ রানে নিয়েছিলেন ৭ উইকেট!


সরফরাজের মতে ইংলিশরা রিভার্স সুইং শেখার আগে এটাকে সবাই প্রতারণা বলেই মানতো। তবে, ইংল্যান্ডের পেসাররা এটি শিখে ফেলার পরই এটা শিল্প হয়ে গেছে বলে বিদ্রূপ করেছেন তিনি। তাছাড়া, ওয়াসিম-ওয়াকাররা এটাকে আরও উন্নত করেছেন বলে মনে করেন এই সাবেক পাকিস্তানি পেসার।


সরফরাজ বলেছেন, ‘এই শিল্পটা আমি ইমরান খানের হাতে তুলে দেওয়ার পর সে এটা আরও উন্নত করে ওয়াসিম আর ওয়াকারকে শেখায়। সেই সময় সবাই বলেছে এটা প্রতারণা; কিন্তু ইংরেজরা রিভার্স সুইং পাওয়ার পর থেকেই তা শিল্প হয়ে গেল।’


রিভার্স সুইংয়ের জন্য প্রতারণার আশ্রয় নেয়া অপরাধ বলে বিশ্বাস সরফরাজের। তারমতে স্মিথরা এর জন্য যোগ্য শাস্তিই পেয়েছেন, ‘এটা শিল্প এবং তাই থাকবে। কিন্তু তা পেতে বল বিকৃত করাটা প্রতারণা। দক্ষিণ আফ্রিকাকে হারাতে অস্ট্রেলিয়ানরা তা করেছে এবং সে জন্যই শাস্তি পেয়েছে।’



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball