অস্ট্রেলিয়ানরা সব সময় প্রতারকঃ হোল্ডিং

ছবি:

বল টেম্পারিংয়ের দায়ে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারকে। এছাড়াও ক্যামেরন বেনক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
এই ঘটনার পর অস্ট্রেলিয়া দলের হেড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন কোচ ড্যারেন লেহম্যান। তবে দায়িত্ব ছাড়ার আগে তিনি জানিয়েছিলেন এই ঘটনার সম্পর্কে কিছুই জানতেন না তিনি।
কিন্তু তারপরও দায়িত্ব ছেড়েছেন। কিন্তু লেহম্যানের এই মন্তব্যের সাথে একমত নন উইন্ডিজের কিংবদন্তী এবং ক্রিকেট ধারাভাষ্যকার মাইকেল হোল্ডিং। তিনি মনে করেন কোচ লেহম্যান এই ব্যাপারে জানতেন। মুম্বাই মিররকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন,

'আপনি যখন বলবেন যে কোচ (লেহম্যান) কিছু জানতেন না এই ব্যাপারে এটা পুরাই অহেতুক কথা। ভিডিও তো তাই বলছে। যখন যে বুঝেছে বেনক্রফট ক্যামেরার সামনে পড়েছে সে ওয়াকিটকির মাধ্যমে দ্বাদশ ব্যাক্তির মাধ্যমে তাকে সতর্ক করার চেষ্টা করেছে।
লেহম্যানের চেহারা দেখেই বোঝা যাচ্ছিলো সে এই ব্যাপারে জানতো। আমি যদি দলের কোচ হতাম, আর এমন কিছু হত তাহলে আমার চেহারাই ভিন্নরকম থাকতো। যেটা তার মধ্যে ছিলনা।'
অন্যদিকে সাবেক এই উইন্ডিজ লিজেন্ড আরও জানান অজিরা ক্রিকেটে বহুত আগে থেকেই প্রতারণা করে আসছেন। তাদের আজীবন প্রতারক আখ্যায়িত করে তিনি আরও বলেন, 'এসব দর্শকদের চোখে পড়েছে। সবাই যখন বলে অজিরা ফেয়ার খেলে এটা সম্পূর্ণ ভুল।
আমি সেখানে অনেক বছর খেলেছি, কমেন্ট্রিও করেছি। আমি এটাও দেখেছি অজিদের সাবেক এক অধিনায়কে মাটি থেকে বল তুলে নিয়ে উইকেটের জন্য আপিল করতে। তারা হার্ড অ্যান্ড ফেয়ার খেলে কথাটি পুরোই অহেতুক।'