প্রথম টি-টুয়েন্টিতে মাঠে নামছে পাকিস্তান-উইন্ডিজ

ছবি:

তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে রবিবার স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের করাচিতে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।
এই সিরিজ দিয়েই দীর্ঘসময় পর পাকিস্তান সফরে গিয়েছে উইন্ডিজরা। পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতেই পাকিস্তান সফর করতে রাজি হয়েছে ক্যারিবিয়ানরা।
যদিও এই সফরে ক্যারিবানদের দলের সঙ্গে নেই নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার-ক্রিস গেইলরা। জেসন মোহাম্মদের নেতৃত্ব তিন ম্যাচের সিরিজে পাকিস্তানের বিপক্ষে লড়বে ক্যারিবিয়ানরা।

অন্যদিকে এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক পাকিস্তান। এই দলে প্রথম বারের ডাক পেয়েছেন সম্প্রতি পাকিস্তান সুপার লীগে দুর্দান্ত পারফর্ম করা ১৭ বছর বয়সী তরুণ পেসার শাহীন আফ্রিদি।
আফ্রিদির পাশাপাশি প্রথম বারের মত আরও ডাক পেয়েছেন আসিফ আলী এবং হুসাইন তালাত। এছাড়াও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন আরেক পেসার উসমান খান শিনওয়ারি।
কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের পেসার রাহাত আলিকেও স্কোয়াডে রেখেছেন নির্বাচকরা। অন্যদিকে ইনজুরি থেকে এখনও সেরে উঠতে না পারায় বাদ পড়তে হয়েছে অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ও পেসার রুম্মান রাইসকে। তবে নিজের জায়গা ধরে রেখেছেন টপঅর্ডার ব্যাটসম্যান আহমেদ শেহজাদ।
পাকিস্তানের টি-২০ স্কোয়াড: আহমেদ শেহজাদ, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), হুসেইন তালাত, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলী, রাহাত আলী, উসমান খান, শাহীন আফ্রিদি।
ওয়েস্ট ইন্ডিজের টি-২০ স্কোয়াড : জেসন মোহাম্মদ (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, রায়াদ এম্রিত, আন্দ্রে ফ্লেচার, আন্দ্রে ম্যাককার্থি, কেমো পল, ভেরাসামি পারমল, রভম্যান পাওয়েল, দিনেশ রামদিন, মারলন স্যামুয়েলস, ওডিয়েন স্মিথ, চ্যাডউইক ওয়ালটন, কেসরিক উইলিয়ামস।