পঞ্চম সেঞ্চুরির লক্ষ্যে মাঠে নামবেন আশরাফুল

ছবি:

চলতি ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) কলাবাগানের জার্সিতে এখন পর্যন্ত চারটি সেঞ্চুরি হাঁকিয়েছেন মোহাম্মদ আশরাফুল। ক্রিকফ্রেঞ্জির সাথে আলাপকালে বৃহস্পতিবার তিনি জানিয়েছিলেন পরের ম্যাচেও সেঞ্চুরির লক্ষ্য নিয়ে মাঠে নামবেন তিনি।
রেলিগেশন লীগে টেবিলের তলানিতে আছে আশরাফুলের কলাবাগান। পরের ম্যাচে জিতেও লাভবান হবেনা তার দল। কারণ তার দল কলাবাগান ক্রীড়া চক্রের রেলিগেশন প্রায় নিশ্চিত।
প্রথম পর্বে মাত্র দুটি ম্যাচে জিতেছে তারা। ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে থাকা কলাবাগানের দ্বিতীয় বিভাগে নেমে যাওয়া প্রায় নিশ্চিত। আর ব্রাদার্সের সঙ্গে রিলেগেশন লিগের দুই ম্যাচ জিতলেও লাভ হবে না, কারণ তারা প্রথম লিগেই ৪ পয়েন্ট এগিয়ে আছে।
অন্যদিকে ব্রাদার্স ইউনিয়নের সম্ভাবনা আছে রেলিগেশন এড়ানোর। কারণ আশরাফুলদের হারিয়ে অগ্রণী ব্যাংকের বিপক্ষে জিতলেই রেলিগেশন এড়াতে পারবে তারা।

সেই সুযোগ রয়েছে অগ্রণী ব্যাংকেরও। ব্রাদার্সের বিপক্ষে জিতলেই রেলিগেশন এড়াতে পারবে তারা। তাই সব মিলিয়ে আগামীকালকের ম্যাচে গুরুত্বের সাথে নিচ্ছেন সবাই।
সাভারে বিকেএসপির ৪ নম্বর মাঠে বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি।
ব্রাদার্স ইউনিয়ন: ইয়াসির আলী চৌধুরী, খালেদ আহমেদ, সোহরাওয়ার্দী শুভ, ইফতেখার সাজ্জাদ, মেহেদী হাসান রানা, শাকিল হোসেন, মেহরাব হোসেন জোশি, রনি হোসেন, নাজমুস সাদাত, অলক কাপালী, জুনায়েদ সিদ্দিক, মিজানুর রহমান, মাইশুকুর রহমান, নিহাদ-উজ-জামান।
কলাবাগান ক্রীড়া চক্র: তাইবুর রহমান, রাহাতুল ফেরদৌস, জসিম উদ্দিন, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান, ফারুক হোসেন, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন, মাহবুবুল আলম, মোহাম্মদ আশরাফুল, তাসামুল হক, মুক্তার আলী, নাবিল সামাদ, আবুল হাসান।