promotional_ad

স্মিথের পাশেই দাঁড়াচ্ছেন সাবেকরা

promotional_ad

বল টেম্পারিংয়ের দায়ে এক বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর সংবাদ সম্মেলনে এসে কান্নায় ভেঙ্গে পড়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। এই ঘটনার পর স্মিথের সঙ্গে যা হয়েছে তাতে মনেই হতে পারে সে একজন খুনি। 


তবে অসহায় স্মিথ এই ঘটনার পর পাশে পেয়েছেন অনেককেই। কেউ কেউ বলছেন টেম্পারিংয়ের জন্য তাদের শাস্তিটা বেশী হয়ে গিয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বিপক্ষে বেশী কঠোর সিদ্ধান্ত নিয়েছে। 


দ্য অস্ট্রেলিয়ান-এর এক কলামেই যেমন লেখা হয়েছে, ‘আমরা স্টিভেন ডেভেরক্স স্মিথকে নিয়ে গর্বিত। মাঝে কিছু সময়ের জন্য আমাদের মনে হয়েছিল আমরা ভুল। আমরা ক্রোধান্বিত ছিলাম, প্রতারিত বোধ করছিলাম, হতবুদ্ধি হয়ে গিয়েছিলাম।



promotional_ad

কিন্তু আজ (পরশু) রাতে যে বিধ্বস্ত ও ভেঙে পড়া লোকটা সেই মানুষদের মুখোমুখি হয়েছেন, যাঁদের তিনি হতাশায় ডুবিয়েছিলেন, তাঁকে দেখে আবারও মনে হয়েছে, আমরা তাঁকে নিয়ে গর্ব করে ভুল করিনি।’ 


অন্যদিকে ক্রিকেটাররাও তার পাশে দাঁড়িয়েছেন। ভারতের স্পিনার হরভজন সিং মনে করেন টেম্পারিংয়ের জন্য এমন শাস্তি সত্যি হাস্যকর। তিনি জানিয়েছেন,


‘এটা তো ম্যাচ ফিক্সিংয়ের মতো অপরাধ নয়। একজনের ক্যারিয়ার থেকে এভাবে একটা বছর কেড়ে নেওয়ার কোনো মানে হয় না।’



এছাড়াও সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার এই অধিনায়কের কান্না দেখে ইংলিশদের অ্যাশেজ জয়ী অধিনায়ক মাইকেল ভন\ টুইট করেছেন, ‘আজ সে যেটা করেছে, সেটার জন্য অনেক সাহস লাগে।’


স্মিথের ভুল স্বীকার করাটাকেই বড় করে দেখছেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতারও, ‘ওকে এভাবে ভেঙে পড়তে দেখে খারাপ লাগছে। তবে স্মিথের অন্তত পুরুষ মানুষের মতো এটা স্বীকারের সাহস আছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball