বোর্ডের আচরণে ক্ষুব্ধ হিথ স্ট্রিক

ছবি:

ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই পর্বের বাঁধা পেরিয়ে ২০১৯ সালের বিশ্বকাপের টিকেট কাটতে পারেনি জিম্বাবুয়ে। এরই জের ধরে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টার মধ্যে সব কোচিং স্টাফকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছিল।
তবে, এই সময়ের মধ্যে নিজে থেকে সড়ে না যাওয়ায় প্রধান কোচ হিথ ট্রিক সহ সবাইকেই বোর্ডটি বহিস্কার করেছে। অধিনায়ক গ্রায়েম ক্রেমারকে সরিয়ে ব্রেন্ডন টেলরের হাতে অধ দায়িত্ব দেয়া হবে বলে জানানো হয়েছে জিম্বাবুয়ের সংবাদ মাধ্যমগুলোতে।
এদিকে প্রধাণ কোচ স্ট্রিক ছাড়াও ব্যাটিং কোচ ল্যান্স ক্লুজনার, বোলিং কোচ ডগলাস হোন্ডো, ফিল্ডিং কোচ ওয়াল্টার চাওয়াগুতা, ফিটনেস কোচ শন বেল এবং টিম অ্যানালিস্ট স্ট্যানলি চিওজাও চাকরী হারিয়েছেন।

শুধু জাতীয় দলের কোচিং স্টাফরাই নয় চাকরীচ্যুত হয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের কোচ স্টিফেন ম্যানগঙ্গো। এর আগে পদত্যাগের নির্দেশ দিয়ে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের নির্বাহী পরিচালক ফয়সাল হাসনাইন বৃহস্পতিবার প্রধাণ কোচ হিথ স্ট্রিককে একটি মেইল পাঠিয়েছিলেন।
মেইলে তিনি বলেছিলেন, 'দয়া করে আপনার কারিগরী কর্মীদের (আপনি সহ) আগামীকাল (শুক্রবার) বিকেল ৩টা পর্যন্ত সময় দিন আনুষ্ঠানিকভাবে পদত্যাগের জন্য। এই সময়ের পর তাৎক্ষণিকভাবে কারিগরী দল নিজেদের বরখাস্ত হিসেবে বিবেচনা করতে পারে।'
এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাবেক জিম্বাবুইয়ান ক্রিকেটার ও কোচ হিথ স্ট্রিক। তিনি জানিয়েছেন, বোর্ডের কাছ থেকে এমন আচরণ তিনি আশা করেন নি।
স্ট্রিক এক বিবৃতিতে বলেছেন, 'একজন সাবেক খেলোয়াড় ও একজন কোচ হিসেবে জিম্বাবুয়ে ক্রিকেটকে আমি যা দিয়েছি তার বিনিময়ে সম্পূর্ণ ব্যাখ্যা ছাড়া একটা ই-মেইল এমনকি কোন শুনানির তোয়াক্কা না করা- এমনটা আশা করি নি।'