মার্করাম-ভিলিয়ার্সের ব্যাটে প্রথম দিন প্রোটিয়াদের

ছবি:

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ম্যাচ সিরিজের শেষ টেস্টে ৬ উইকেটে ৩১৩ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যে আগের ম্যাচগুলোতে দাপট দেখিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনেই দারুণ এক সেঞ্চুরির দেখা পেয়েছেন ২৩ বছর বয়সী প্রোটিয়া ব্যাটসম্যান এইডেন মার্করাম। ক্যারিয়ারের দশম টেস্ট খেলতে নেমেই শুক্রবার চতুর্থ সেঞ্চুরিটা পেয়ে গেলেন এই ডানহাতি ব্যাটসম্যান।
শুধু সেঞ্চুরি নয়, ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন এই তরুণ। অজিদের বিপক্ষে ব্যাট হাতে দাপট দেখানোর পর ১৫২ রান করে আউট হয়েছেন মার্করাম। তবে শেষ সেশনে দ্রুত ৪ উইকেট না হারালে আরেকটু এগিয়ে থাকতে পারতো স্বাগতিকরা।

এই ম্যাচের শুরুতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্বাগতিক দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। আগে ব্যাট করতে নামা প্রোটিয়ারা মার্করামের ১৫২ ও এবি ডি ভিলিয়ার্সের ৬৯ রানে প্রথম দুই সেশনে ছড়ি ঘুরিয়েছে।
প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৮৮ রান। আর চা বিরতিতে যাওয়ার সময় প্রোটিয়াদের রান ছিল ২ উইকেটে ১৭৭। তবে শেষ সেশনে অজি বোলাররা দাপট দেখিয়েছেন।
প্যাট কমিন্স ও চ্যাড সেয়ার্স শেষ সেশনে তুলে নেন চার উইকেট। প্যাট কামিন্স পর পর দুই বলে ফিরিয়ে দেন মার্করাম (১৫২) ও ফাফ ডু প্লেসিসকে (০)। দক্ষিণ আফ্রিকা শেষ সেশনে যোগ করেছে ১৩৬ রান। তারপর ৬৯ রান করা ডি ভিলিয়ার্সকে ফিরিয়েছেন অভিষিক্ত চ্যাড সেয়ার্স।
কোনো রান না করা রাবাদার উইকেটও দখল করেছেন তিনি। প্রথম দিনের খেলা শেষে টেম্বা বাভুমা ২৫ রানে অপরাজিত আছেন আর তার সঙ্গী কুইন্টন ডি কক অপরাজিত আছেন ৭ রানে।
অস্ট্রেলিয়ার হয়ে ৩টি উইকেট নিয়েছেন পেসার প্যাট কমিন্স ও অভিষিক্ত চ্যাড সেয়ার্স নিয়েছেন ২টি উইকেট। ১ উইকেট গেছে তারকা অজি স্পিনার নাথান লায়নের ঝুলিতে।