promotional_ad

পাঠানের মুম্বাই একাদশে নেই লুইস-মুস্তাফিজ

promotional_ad

বাংলাদেশ দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের গত দুই আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাঠ মাতিয়েছেন। এবার এই টাইগার বোলারকে দলে ভিড়িয়েছে আইপিএলের তিনবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।


সম্প্রতি, ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান তার মুম্বাই ইন্ডিয়ান্সের সেরা একাদশ গঠন করেছেন। যেখানে জায়গা হয়নি মুস্তাফিজুর রহমানের। এই টাইগার পেসারকে ছাড়াই একাদশ সাজিয়েছেন ইরফান পাঠান।


এই ভারতীয় ক্রিকেটার তার মুম্বাইয়ের একাদশের ওপেনার হিসেবে রেখেছেন রোহিত শর্মাকে। যিনি আইপিএলের সবগুলো আসর মিলিয়ে মোট ৪২০৭ রান করেছেন। তাছাড়া বড় ইনিংস খেলার অভ্যাস আছে তার নিয়মিতই। 



promotional_ad

রোহিতের সঙ্গী হিসেবে ইরফান রেখেছেন ইশান কিশানকে। যাকে মুম্বাইয়ের উইকেট রক্ষকের ভূমিকায় রেখেছেন তিনি। ওয়ান ডাউনে রেখেছেন প্রোটিয়া তারকা জেপি ডুমিনিকে।


এই বাঁহাতি অলরাউন্ডারের পরই পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রেখেছেন হার্ডিক পান্ডিয়াকে। যার আইপিএলের স্ট্রাইক রেট ১৪২.৪৫ করে। দলের প্রয়োজনে বল হাতেও পান্ডিয়া মূখ্য ভূমিকা রাখতে পারবেন বলে বিশ্বাস ইরফানের।


এরপর পাঁচ, ছয় ও সাত নম্বরে জায়গা দিয়েছেন সুরিয়া কুমার যাদভ, কাইরন পোলার্ড ও ক্রুনাল পান্ডিয়াকে। পেস বোলার হিসেবে রেখেছেন জসপ্রিথ বুমরাহকে। যিনি ২০১৭ সালের আইপিএলে ২০ উইকেট দখল করেছিলেন।



বুমরাহ ছাড়াও দ্বিতীয় পেসার হিসেবে রেখেছেন প্যাট কমিন্সকে। দশ নম্বরে জায়গা দেয়া হয়েছে লেগ স্পিনার রাহুল চাহালকে। একাদশে আরেকজন স্পিনার আছেন তিনি লঙ্কান আকিলা ধনঞ্জয়া।


ইরফান পাঠানের মুম্বাই ইন্ডিয়ান্স একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), জেপি ডুমিনি, হার্ডিক পান্ডিয়া, সুরিয়া কুমার যাদভ, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, জসপ্রিথ বুমরাহ, প্যাট কমিন্স, রাহুল চাহাল ও আকিলা ধনঞ্জয়া।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball