বোলাররাই জেতালেন রুপগঞ্জকে

ছবি:

ফতুল্লাহর খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে নাইম-মুশফিকদের লিজেন্ডস অফ রূপগঞ্জের কাছে ১২ রানে হেরেছে নাজিমউদ্দিনের খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ডিপিএলের সুপার সিক্স পর্বের এই ম্যাচের শুরুতে টসে জিতে মুশফিকদের ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন খেলাঘরের অধিনায়ক।
নাজিমউদ্দিনের সিদ্ধান্তকে অবশ্য সঠিক বলেই প্রমাণিত করেছেন তাঁর দলের বোলাররা। কেননা ব্যাটিংয়ে নেমে ১০০ রান তোলার আগেই ৬ উইকেট হারায় রুপগঞ্জ। আজকের ম্যাচটিতে ব্যর্থতার পরিচয় দেন আব্দুল মজিদ, নাইম ইসলাম, মুশফিকুর রহিম সহ উপরের সারির ব্যাটসম্যানেরা।
এদের মধ্যে অধিনায়ক নাইমের ৩৩ ছাড়া আর কেউই বলার মতো রান করতে পারেননি। জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক করেন মাত্র ১১ রান। অপরদিকে দুই ওপেনার মজিদ এবং নাইমের ব্যাট থেকে এসেছে যথাক্রমে ১৫ এবং ১৪।
তবে এরপর শেষের দিকে ব্যাটিং করতে নেমে ডানহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন মিলনের ৬৩ রানের লড়াকু ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২১৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় মুশফিকদের দল। মিলন ছাড়াও লোয়ার অর্ডার ব্যাটসম্যান মোশাররফ হোসেন ২৬ এবং আসিফ হাসান ২০ রান করেন।

খেলাঘরের পক্ষে এদিন দারুণ বোলিং করেছেন ডানহাতি মিডিয়াম পেসার মোহাম্মদ সাদ্দাম। ১০ ওভারে ৩৯ রান খরচায় একাই ৪ উইকেট শিকার করেছেন তিনি। আর ৪৪ রানে ৩ উইকেট নিয়েছেন তানভির ইসলাম। আর এল মেনেরিয়া পান ১টি উইকেটের দেখা।
২১৭ রানের মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ২০৪ রানে অল আউট হয় খেলাঘর। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর কারণে বড় কোন জুটি গড়তে পারেনি খেলাঘর। খেলাঘরের পক্ষে শুধু মাত্র মাহিদুল ইসলাম অঙ্কন ছাড়া আর কেউ উইকেটে থিতু হতে পারেননি।
এই ওপেনারের ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৭৭ রান। এছাড়াও অধিনায়ক নাজিম উদ্দিন করেন ৪৫ রান। রুপগঞ্জের পক্ষে দুটি করে উইকেট নেন পারভেজ রাসুল, আসিফ হাসান, মোশাররফ হসেন রুবেল এবং সৈয়দ রাসেল।
লিজেন্ডস অফ রুপগঞ্জ-
আব্দুল মজিদ, মোহাম্মদ নাইম, নাইম ইসলাম (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), অভিষেক মিত্র, পারভেজ রসুল, মোশাররফ হোসেন, নাজমুল হোসেন মিলন, মোহাম্মদ শহীদ, সৈয়দ রাসেল, আসিফ হাসান।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি-
রবিউল ইসলাম রবি, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), রাফসান আল মাহমুদ, নাজিমউদ্দিন (অধিনায়ক), মোহাম্মদ সাদ্দাম, মাসুম খান, তানভির ইসলাম, আব্দুল হালিম, নির্জন ভদ্র, অমিত মজুমদার।