আইপিএল শেষ মিচেল স্টার্কের

ছবি:

ইনজুরিতে কপাল পুড়েছে অস্ট্রেলিয়ার বাঁহাতি ফাস্ট বোলার মিচেল স্টার্কের। এর কারণে তাঁকে ছিটকে যেতে হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট এবং আসন্ন আইপিএল মৌসুম থেকে।
শুক্রবার এই ব্যাপারে নিশ্চিত ভাবে জানা গিয়েছে। ডান পায়ের ইনজুরির কারণে প্রায় দুই মাসেরও বেশী সময় মাঠের বাইরে থাকতে হবে স্টার্ককে। তবে পুরোপুরি সুস্থ হয়ে ঠিক কবে নাগাদ ফিরবেন সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
এমনিতেই বল টেম্পারিং ঘটনার কারণে অস্ট্রেলিয়া দলের তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফটকে নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। তার উপর স্টার্কের ইনজুরি এখন আরও বেশী চাপের মধ্যে রাখবে অজিদের।

এদিকে আসন্ন আইপিএল মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মাঠে নামার কথা ছিল এই বাঁহাতি ফাস্ট বোলারের। চলতি বছরের নিলাম থেকে তাকে ৯.৪ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিলো দীনেশ কার্ত্তিকের দল।
কিন্তু ইনজুরি তাঁকে খেলতে দিবে না আইপিএলেও। তবে স্টার্কের বদলি হিসেবে নাইট রাইডার্সে কে যোগ দিচ্ছেন সেটি এখনও জানা যায়নি। অবশ্য শুধু স্টার্কের ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় নেই কলকাতা।
এর আগে পিএসএল খেলার সময় ইনজুরিতে পড়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেলও। আর দলের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস লিনও কাঁধের ইনজুরির কারণে বর্তমানে আছেন মাঠের বাইরে। সুতরাং তাদেরকে নিয়েও যথেষ্ট চিন্তিত কলকাতা শিবির।