শীঘ্রই হায়দ্রাবাদ যাচ্ছেন সাকিব

ছবি:

আগামি ৭ই এপ্রিল শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) এগারো তম আসর। আর এবারের আইপিএলে প্রথমবারের মতো সানরাইজার্স হায়দ্রাবাদে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
হায়দ্রাবাদ এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে খেলবে ৯ই এপ্রিল। তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। আর জাতীয় দলের কোনো খেলা না থাকায় এবারের আইপিএল মৌসুমে পুরো সময়টাই হায়দ্রাবাদকে দেবেন সাকিব।

নিজেদের প্রথম ম্যাচ খেলার এক সপ্তাহ আগে (২ এপ্রিল, সোমবার) হায়দ্রাবাদের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বাংলাদেশী ক্রিকেটের এই পোস্টার বয়। প্রথমে স্বপরিবারে কলকাতা যাবেন সাকিব।
সেখান থেকে হায়দ্রাবাদের বিমানে উঠবেন তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি নির্ভরযোগ্য সূত্র বৃহস্পতিবার (২৯ মার্চ) বাংলানিউজকে এই তথ্যটি দিয়েছে।
উল্লেখ্য, আইপিএলে সাধারণত নিজেদের প্রথম ম্যাচের এক সপ্তাহ আগেই দলের সঙ্গে যোগ দিয়ে থাকে দলের বিদেশী ক্রিকেটাররা। অবশ্য এজন্য জাতীয় দলের কাছ থেকে সময়মত ছাড়পত্র পেতে হয় তাদের।