এপ্রিল মাসেই নতুন হেড কোচ?

ছবি:

দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকেই হেড কোচের ওভাবে ভুগছে টিম বাংলাদেশ। বছরের শুরুতে (জানুয়ারিতে) ত্রিদেশীয় সিরিজ, শ্রীলংকার বিপক্ষে টেস্ট এবং টি-টুয়েন্টি সিরিজে দলের দায়িত্বে ছিলেন খালেদ মাহমুদ সুজন।
দলে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে রাখা হয়েছিলো তাকে। তবে ফল মেলেনি তাতে। এরপরে মার্চে অনুষ্ঠিত হওয়া নিদাহাস ট্রফিতে দলের হেড কোচ ছিলেন দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।
এবার অবশ্য দুর্ভাগ্য তাড়া করেছিলো টাইগারদের। অল্পের জন্য ট্রফিটি হাতছাড়া করেছে তারা। আর এই সময়টায় বিসিবি বিভিন্ন সময়ে কয়েকবার ইঙ্গিত দিয়েছে নতুন হেড কোচ আনার ব্যাপারে।

তবে এখনো আনতে পারেনি তারা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য বলেছেন আসন্ন এপ্রিল মাসেই মিলবে টাইগারদের হেড কোচ। একইসঙ্গে গ্যারি কার্সটেন ইস্যুতেও কথা বলেছেন তিনি। বৃহস্পতিবার দিন মিডিয়াকে জানান,
'এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যে হয়ত কোচ নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। কারস্টেনকে কোচের প্রস্তাব দেয়া হয়েছিল। তিনি রাজি হননি। তিনি চান কনসালটেন্ট হতে। সে বিষয়ে প্রাথমিক কথা বার্তা হয়েছে।'