অবশেষে পদত্যাগ করলেন অজি কোচ

ছবি:

কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে এক বছর নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ ও তার সহকারি ডেভিড ওয়ার্নার। আর ক্যামেরন ব্যানক্রফটের নিষেধাজ্ঞা ৯ মাস।
এদিকে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড দলটির প্রধাণ কোচ ড্যারেন লেম্যানকে নির্দোষ ঘোষণা করেছিল বুধবার। তাদের মতে, স্মিথ-ওয়ার্নারদের বল টেম্পারিংয়ের পরিকল্পনার কিছুই জানতেন না তিনি।
তবে, এর একদিন পরেই অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধাণ কোচের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। আজ সন্ধ্যাতে ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকইনফো এই বিষয়টি নিশ্চিত করেছে।

ঘন্টা কয়েক আগেই সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত বক্তব্য দিয়েছেন স্টিভেন স্মিথ। এর পর পরই পদত্যাগের ঘোষণা দিলেন লেম্যান। বিদায় বলার আগে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন অজি কোচ।
তিনি বলেছেন," আমি আশা করছি দলটি আবার পূর্ণ গঠিত হবে। এবং অস্ট্রেলিয়ার মানুষরা তরুণ খেলোয়াড়দের ক্ষমা করে দিবে। তারা দলটিকে পেছন থেকে সমর্থন দেবেন।"
খেলোয়াড়দের কাছ থেকেও বিদায় নিয়েছেন বলে জানিয়েছেন লেম্যান। এই বিষয়টি অনেক কঠিন ছিল তার জন্য। এই প্রসঙ্গে তিনি বলেছেন, "খেলোয়াড়দের সাথে কথা বলেছি। এবং তাদের বিদায় বলার মতো কঠিন কাজটি আমাকে করতে হয়েছে।"