নব্বইয়ের ঘরে আশরাফুল

ছবি:

চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার সিক্সে উঠতে ব্যর্থ হয়েছে মোহাম্মদ আশরাফুলের দল কলাবাগান ক্রীড়া চক্র। টেবিলের একেবারে তলানিতে থাকায় রেলিগেশন এড়ানোর জন্য লড়াই করতে হচ্ছে তাদের। একই অবস্থা হয়েছে অগ্রণী ব্যাংক এবং ব্রাদার্স ইউনিয়নেরও।
আজ এই রেলিগেশন লিগের প্রথম ম্যাচে সৌম্য-নাফিসদের অগ্রণী ব্যাংকের মুখোমুখি হয়েছে আশরাফুলদের দল কলাবাগান। বিকেএসপির চার নম্বর মাঠে আজ সকাল ৯টায় খেলতে নেমেছে দুই দল। এই ম্যাচে টসে জিতে ব্যাটিং করতে নেমে যথারীতি বিপদে পড়েছিলো কলাবাগান।
স্কোরবোর্ডে মাত্র ১১ রান তুলতেই ওপেনার ওয়ালিউল করিমকে ফিরিয়ে দিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন অগ্রণীর পেসার শফিউল ইসলাম। মাত্র ১ রানের ব্যবধানে আরেক ওপেনার আসির ইনতেসারকে আব্দুর রাজ্জাকের হাতে ক্যাচ বানিয়ে আউট করেন আল-আমিন হোসেন।
১২ রানের মাথায় ২ উইকেট হারিয়ে বিপদে পরা কলাবাগানকে উদ্ধার করতে এরপর ক্রিজে নামেন সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। মাঝে জাইমুল হাসানের উইকেটটিও হারিয়ে বসেছিলো কলাবাগান।

দ্রুত ৩ উইকেট খুইয়ে বসার পর তাইবুর রহমানকে সাথে নিয়ে দারুণভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন আশরাফুল। দুর্দান্ত ব্যাটিং করে তাইবুরের সাথে জুটি গড়েন ১৬৩ রানের। তবে তাইবুর ৮২ রান করে আল-আমিনের দ্বিতীয় শিকার হয়ে ফিরলে অবশেষে এই জুটি ভাঙ্গে।
তবে তাইবুর ফিরলেও এখনও ক্রিজে আছেন আশরাফুল। বর্তমানে ৯৫ রান নিয়ে অপরাজিত আছেন তিনি। আর কলাবাগানের স্কোর দাঁড়িয়েছে ৪ উইকেটে ২০৯ রান (৪৫ ওভার)।
কলাবাগান ক্রীড়া চক্র-
ওয়ালিউল করিম, আসির ইনতেসার, মোহাম্মদ আশরাফুল, জাইমুল হাসান, তাইবুর রহমান, মাহমুদুল হাসান, ফারুক হোসেন, মাহবুবুল আলম অনিক (অধিনায়ক), রিয়াজুল হুদা, নাহিদ হাসান, নাবিল সামাদ।
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব-
শাহরিয়ার নাফিস (অধিনায়ক), সৌম্য সরকার, সালমান হোসেন, শামসুল ইসলাম, ধীমান ঘোষ, ইসলামুল আহসান, জাহিদ জাভেদ, শাহবাজ চৌহান, আব্দুর রাজ্জাক, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম।