promotional_ad

বিপিএল ৬ এর প্রাথমিক দিনক্ষণ নির্ধারণ

promotional_ad

গত বছরের মতো এবছরও বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। গত নভেম্বরে বিপিএলের পঞ্চম আসরে নতুন ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করেছিলো নয়নাভিরাম এই স্টেডিয়ামটি।


এবার সবদিক বিবেচনা করে আবারো এখানে বিপিএল ৬ এর প্রথম ম্যাচটি আয়োজন করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল বলে জানা গেছে। শুধু তাই নয়, এরই মধ্যে বিপিএল ৬ এর প্রাথমিক দিনক্ষণ নির্ধারণও করে ফেলেছে কর্তৃপক্ষ, জানা গেছে একটি নির্ভরযোগ্য সুত্রে। 


সুত্রমতে চলতি বছরের ৫ই অক্টোবর থেকেই মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে বিপিএলের। আর এবারও গত আসরের মতো অংশ নিবে ৭টি দলই। সবকিছু ঠিক থাকলে ১৬ই নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে জাঁকজমক এই টুর্নামেন্টের।  



promotional_ad

ভেন্যু সংখ্যার ক্ষেত্রেও অবশ্য পরিবর্তন আসছে না এবার। ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিন ভেন্যুতেই অনুষ্ঠিত হবে বিপিএল ৬ বলে জানা গেছে।


এদিকে আগামী আসরের বিপিএল আরো পরে আরম্ভ হওয়ার কথা থাকলেও মূলত বাংলাদেশ দলের আন্তর্জাতিক সূচীর কথা চিন্তা করেই নাকি এগিয়ে আনা হচ্ছে টুর্নামেন্টটি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা। সেই কর্মকর্তা বলেছেন, 'নভেম্বরের শেষ সপ্তাহ থেকে দেশের মাটিতে সিরিজ আছে। তাই আমরা এগিয়ে আনছি।’ 


উল্লেখ্য গত বিপিএল আসরে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে শিরোপা নিজেদের করে নিয়েছিলো রংপুর রাইডার্স। 



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball