promotional_ad

বল বিকৃতির মূল হোতা ওয়ার্নারই!

promotional_ad

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বল টেম্পারিং করার দায়ে এরই মধ্যে ১ বছরেরর জন্য নিষিদ্ধ করা হয়েছে স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারকে। আর ওপেনার ক্যামেরন ব্যানক্রফটকে নিষিদ্ধ করা হয়েছে নয় মাসের জন্য।


মিডিয়ার কল্যাণে অবশ্য এই তথ্য অজানা নয় আর কারো কাছেই। এদিকে স্টিভ স্মিথকে এই বিতর্কের মূল হোতা হিসেবে অনেকে দেখলেও তদন্তে বেরিয়ে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে স্মিথ নয়, বরং বল বিকৃতিকরণের আসল পরিকল্পনাকারি ছিলেন ডেভিড ওয়ার্নারই! 


কেপটাউন টেস্টের তৃতীয় দিন ক্যামেরন ব্যানক্রফটকে একটি হলুদ কাগজ দিয়ে বল ঘষতে দেখা গিয়েছিলো ক্যামেরায়। এরপর ক্যামেরাতে বল টেম্পারিং করতে দেখা যায় তাঁকে। পরবর্তীতে সংবাদ সম্মেলনে অধিনায়ক স্মিথকে সাথে নিয়ে নিজেও স্বীকার করেন এই ঘটনা। 


আর এরপরেই নড়েচড়ে বসে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দেশটির সমর্থকেরা পর্যন্ত দাবি জানায় এই কান্ডে অভিযুক্তদের বড় শাস্তির। আর সেই দাবির মুখে তদন্তে নামে সিএ। শেষ পর্যন্ত তদন্তে বেরিয়ে এসেছে অনেককিছুই।



promotional_ad

ক্রিকেট ডট কম ডট এইউয়ের প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গেছে সংবাদ সম্মেলনেও সেদিন মিথ্যার আশ্রয় নিয়েছিলেন ব্যানক্রফট এবং স্মিথ। অজি ওপেনার জানিয়েছিলেন হলুদ রঙের আঠাযুক্ত একটি টেপ দিয়ে বল ঘষার চেষ্টা করছিলেন তিনি।


টেপের আঠায় পিচের মাটি লেগে ছিল এবং তা দিয়ে তিনি বল অমসৃণ করার চেষ্টা করেছিলেন। কিন্তু আদতে জানা গেছে সেই 'টেপটি' ছিলো একটি শিরীষ কাগজ! শুরু থেকেই অবশ্য এটি ধারণা করা হচ্ছিলো, তবে ব্যানক্রফট তা অস্বীকার করেছিলেন।  


শুধু তাই নয়, সেই শিরীষ কাগজটি দিয়ে বল বিকৃতি করার বুদ্ধি নাকি এসেছিলো সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারের মাথা থেকেই! ঘটনার তদন্তে এমনটাই নিশ্চিত হওয়া গিয়েছে। আর এই কারণেই বড় ধরণের শাস্তির মুখে পড়তে হলো ওয়ার্নারকে।


এখন ১ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো কি মাঠে ফিরতে পারবেন এই অজি হার্ডহিটার ব্যাটসম্যান? এই প্রশ্নের উত্তর সময়ের জন্যই তোলা রইলো।



সুত্র- ক্রিকেট ডট কম ডট এইউ



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball