বল বিকৃতি নিয়ে বোমা ফাটালেন ক্রিস লিন

ছবি:

বল টেম্পারিংয়ের ঘটনায় অজি অধিনায়ক স্টিভেন স্মিথকে আইসিসি ১ ম্যাচ নিষিদ্ধ করলেও ক্রিকেট অস্ট্রেলিয়া ১ বছরের জন্য নিষিদ্ধ করেছে তাকে। সঙ্গে ওপেনার ডেভিন ওয়ার্নারকেও ১ বছর ও ক্যামেরণ ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড সিএ।
ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে মাঠে নামা হচ্ছে না এই দুই অজি ক্রিকেটারের। গত বেশ কয়েক আসর ধরেই সানরাইজার্স হায়দ্রাবাদের নেতৃত্বভার ছিল ওয়ার্নারের কাঁধে।
তাছাড়া, নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা রাজস্থান রয়েলসের হয়ে অধিনায়কত্ব করার কথা ছিল স্মিথের। কিন্তু নিষেধাজ্ঞার কারণে সেই সুযোগ হারাচ্ছেন স্মিথ। সারা বিশ্বের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা এখন স্মিথ-ওয়ার্নারদের সমালোচনায় ব্যস্ত।

তবে এই কঠিন দুঃসময়ে স্বদেশী মারকুটে ওপেনার ক্রিস লিনকে পাশে পাচ্ছেন তারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে লিন বলেছেন, প্রত্যেক ক্রিকেটারই ক্যারিয়ারের কোনো না কোনো পর্যায়ে বল টেম্পারিংয়ের মতো অপরাধ করে থাকেন।
এই প্রসঙ্গে লিন বলেন, ‘‘আমার মনে হয়, প্রতিটি ক্রিকেটারই তাঁদের ক্যারিয়ারের কোনও না কোনও সময়ে বল বিকৃত করেছেন। সেটা হতে পারে গ্রেড ক্রিকেটে অথবা অন্য কোনও লেভেলে। কিন্তু তা এই পর্যায়ে পৌঁছায়নি।’’
এদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে কাঁধে চোট পান লিন। তাঁর কাঁধের হাড় সরে গিয়েছিল। ফলে তৈরি হয়েছিল আইপিএল না খেলার শঙ্কা। তবে তার আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের এক সূত্রে জানা গেছে খুব দ্রুতই মাঠে নামছেন এই মারকুটে ব্যাটসম্যান।
কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর দিনকয়েক আগেই জানিয়েছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে পাওয়া যাবে লিন ও আন্দ্রে রাসেলকে।য়াগামী ৮ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে কলকাতা।