রেলিগেশন লীগে আশরাফুলদের মুখোমুখি সৌম্যরা

ছবি:

ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) রেলিগেশন লীগের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে বৃহস্পতিবার। এই ম্যাচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে লড়বে কলাবাগান ক্রীড়া চক্র ।
বিকেএসপির ৪ নম্বর মাঠে ম্যাচটি মাঠে গড়াবে বৃহস্পতিবার সকাল ৯ টায়। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও কলাবাগান ক্রীড়া চক্র ছাড়াও রেলিগেশন লীগে খেলছে ব্রাদার্স ইউনিয়ন।
ডিপিএলের রাউন্ড রবিন লীগ শেষে পয়েন্ট টেবিলের নিচের তিন দল অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব (৮ পয়েন্ট), ব্রাদার্স ইউনিয়ন (৮ পয়েন্ট) ও কলাবাগান ক্রীড়া চক্র (৪ পয়েন্ট) রেলিগেশন এড়ানোর জন্য লড়ছে।

যে দুটি দল পয়েন্ট টেবিলের তলানিতে থাকবে তাদের আগামী মৌসুমে খেলতে হবে প্রথম বিভাগ লীগে। আর এ মৌসুমে প্রথম বিভাগ লিগের সেরা দুই দল আগামী মৌসুম খেলবে ঢাকা প্রিমিয়ার লীগে।
তবে সুপার লীগে না উঠতে পারলেও আগামী মৌসুমের জন্য টিকে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব (১১ পয়েন্ট), শাইনপুকুর ক্রিকেট ক্লাব (১০ পয়েন্ট), প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (১০ পয়েন্ট)।
এদিকে, শাহরিয়ার নাফিস, সৌম্য সরকার ও ধীমান ঘোষদের নিয়ে শক্তিশালী দল গড়লেও ডিপিএলের এবারের আসরে চমক দেখাতে পারেনি অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। কলাবাগানের হয়ে মাঠ মাতাচ্ছেন মুক্তার আলী, মোহাম্মদ আশরাফুল ও মাহমুদুল হাসানের মতো তারকারা।