লেহম্যানকে নিয়ে তাচ্ছিল্যে মেতেছে ইংলিশরা

ছবি:

বল টেম্পারিং ঘটনায় রীতিমতো বেঁচে গিয়েছেন অজি কোচ ড্যারেন লেহম্যান। প্রথমে তাকে বহিষ্কার করার পরিকল্পনা সাজালেও শেষ পর্যন্ত ঘটনার সঙ্গে তার যোগসূত্র না পাওয়ায় তাকে রেহাই দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আর এতেই লেহম্যানকে নিয়ে মজায় মেতেছে ইংলিশ ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সাবেক ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেন লিখেছেন; 'লেহম্যান জানতো না!' (সাথে বিদ্রুপ সূচক অনেকগুলো চিহ্ন)।

অ্যাশেজ জয়ী সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বিদ্রুপের ভঙ্গিতে লিখেছেন; "মাত্র তিনজন লোক জানতো!" পরিষ্কার ভাবেই চিরপ্রতিদ্বন্দ্বীদের কোচদের দিকেই ইঙ্গিত করেছেন একসময় মাঠ মাতানো এই দুই তারকা ক্রিকেটার।
তবে দুর্দিনে অজি কোচ সাথে পাচ্ছেন সাবেক অজি অধিনায়ক অ্যালান বর্ডারকে। ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্ডার জানান, 'তদন্তকারীরা যদি লেহম্যানের সাক্ষাৎকার নিয়ে থাকে এবং ঘটনার সঙ্গে তার যোগসূত্র না পায় তাহলে সত্যিকার অর্থেই আমি ভরসা পাচ্ছি।
'এটা অবশ্যই দারুণ এক খবর। আমরা অস্ট্রেলিয়া ক্রিকেটের একজন ভদ্রলোককে নিয়েই কথা বলছি। সে দল নিয়ে ভালো পারফর্মেন্স করছে। আর টেম্পারিংয়ের সঙ্গে সে না যুক্ত থাকলে আমার মনে হয় না কোচ হিসেবে তাকে নিয়ে কারো সমস্যা আছে।'