আমার সামনে কিছুই হতে দেবো নাঃ প্রোটিয়া কোচ

ছবি:

বল টেম্পারিংয়ের বিষয়টিকে সহজ ভাবেই নিচ্ছেন দক্ষিণ আফ্রিকার কোচ ওটি??? গিবসন। অন্য সব ক্রীড়া বিশ্লেষকের মতে, তিনিও দাবী করছেন রিভার্স সুইং সৃষ্টির শুরু থেকেই বল টেম্পারিং ক্রিকেটের সঙ্গে ছিল। গণমাধ্যমকে তিনি জানান,
'রিভার্স সুইংয়ের আবিষ্কার যখন, তখন থেকেই সবাই চায় বলে সুইং করাতে। বলকে ক্ষতিগ্রস্ত করার উপায় তখন থেকেই হয়ে আসছে। স্পিনাররা হাতে ধুলো নিয়েও বলে ঘষাঘষি করতো।

'সবাই বলের অবস্থার হালকা পরিবর্তন করতে চাইতো। কেননা তাতে স্বাভাবিকভাবেই বল রিভার্স করবে। আমার মনে হয়, সবাই চেষ্টা করে বলের কিছুটা পরিবর্তন ঘটাতে।'
তবে বিষয়টিকে স্বাভাবিকভাবে নিলেও তার কোচিংয়ে দক্ষিণ আফ্রিকাকে কখনোই এমন করতে দিবেন না বলে আশ্বস্ত করেছেন তিনি। ক্রিকেটের নিয়ম নীতির ব্যাপারে শ্রদ্ধা রেখে গণমাধ্যমকে জানান,
'আমি আশা করবো, এমন কিছুই আমার চোখের সামনে হবেনা। আমরা অবশ্যই ধোয়া তুলশি পাতা না। তবে আমরা সবসময় চেষ্টা করি ক্রিকেটের নিয়ম কানুন অনুসরন করতে। আমরা জানি যে আমরা সীমা লঙ্ঘন করে কোনোকিছু করবো না। এটা কখনোই কারো করা উচিত না।'