হায়দ্রাবাদের অধিনায়ক হওয়ার দৌড়ে সাকিব

ছবি:

দক্ষিন আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে বল টেম্পারিংয়ের সাথে জড়িত থাকার কারণে দেশে ফিরে যেতে হয়েছে অধিনায়ক স্টিভ স্মিথ, সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ওপেনার ক্যামেরন ব্যানক্রফটকে।
শুধু তাই নয় অস্ট্রেলিয়া দলের নেতৃত্বও হারিয়েছেন স্মিথ-ওয়ার্নাররা। জাতীয় দলের পাশাপাশি আসন্ন আইপিএল মৌসুমে রাজস্থান রয়্যালসের নেতৃত্ব থেকেও সরে দাঁড়িয়েছেন স্মিথ।
যেহেতু স্মিথ আইপিএলের রাজস্থানের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে ওয়ার্নারও একই পথে হাঁটতে পারেন। তবে যদি বাঁহাতি এই ওপেনার অধিনায়কত্ব না করেন কে হবে হায়দ্রাবাদের অধিনায়ক?
এদিকে, হায়দ্রাবাদের মেন্টর ভিভিএস লক্ষ্ণণ সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘কেপটাউন টেস্টে যা হয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। গোটা বিষয়টি নিয়ে সানরাইজার্সও উদ্বিগ্ন। তবে সবেমাত্র ঘটনাটি সামনে এসেছে, তাই দ্রুত কোনো সিদ্ধান্ত এখনই নেওয়া হচ্ছে না।

আমরা অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের দিকে তাকিয়ে আছি। তারা কী পদক্ষেপ নেবে তার জন্য আমরা অপেক্ষা করব। তারপর নিজেদের মধ্যে আলোচনা করে ওয়ার্নারের ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
অন্যদিকে বেশ কয়েকটি ভারতীয় মিডিয়া থেকে জানা গিয়েছে যদি ওয়ার্নার দায়িত্ব থেকে সরে দাঁড়ান তাহলে তাদের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন কেন উইলিয়ামসন, সাকিব আল হাসান, রশিদ খান, শিখর ধাওয়ান এবং মানিশ পান্ডে।
সানরাইজার্স হায়দরাবাদ দল:
বিদেশি:
ডেভিড ওয়ার্নার, সাকিব আল হাসান, কেন উইলিয়ামসন, কার্লোস ব্রাফেট, মোহাম্মদ নবী, ক্রিস জর্ডান, বিলি স্টেনলেক, রশিদ খান।
ভারতীয়:
ভুবনেশ্বর কুমার, মনিশ পান্ডে, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা, ইউসুফ পাঠান, সিদ্ধার্থ কউল, দিপক হুদা, সৈয়দ খলিল আহমেদ, সন্দীপ শর্মা, শ্রীভাতস গোস্বামী, থাঙ্গারাসু নটরজন, শচীন বেবি, বিপুল শর্মা, সৈয়দ মেহদি হাসান, রিকি ভুই, তন্ময় আগারওয়াল ও বাসিল থাম্পি।