সাকিব-মাশরাফিদের ক্যারিবিয়ান সফরের সূচি চূড়ান্ত

ছবি:

এবছর উইন্ডিজদের মাটিতে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। তবে সেই সিরিজটি কবে নাগাদ হবে সেটা নিয়ে ছিল সংশয়। এফটিপি অনুযায়ী মার্চ-এপ্রিলে সিরিজটি হওয়ার কথা থাকলেও সেটা হয়নি।
মূলত ক্যারিবিয়ানরা বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেয়ার কারণে সিরিজটি এই সময়ে আর মাঠে গড়ায়নি। তবে এবার শেষ মেষ চূড়ান্ত হয়েছে আসন্ন সিরিজটির সফরসূচি।
দুই বোর্ড মিলে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে এই বছরের জুন-জুলাইয়ে হবে সিরিজটি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে কয়েক দফা সফরের সূচি পাঠানোর পর অবশেষে চূড়ান্ত হয়েছে দ্বিপাক্ষিক এই সিরিজের সূচি।

সিরিজে অংশ নিতে ২০ জুন দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে পৌঁছে এক সপ্তাহের ক্যাম্প করবে টাইগাররা। এরপর আন্টিগায় দুই দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের উইন্ডিজ মিশন।
একই ভেন্যুতে ৪ জুলাই হবে সিরিজের প্রথম টেস্ট। তিনদিনের বিরতির পর জ্যামাইকায় দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর ওয়েস্ট ইন্ডিজ বোর্ড একাদশের সাথে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ হবে ১৯ জুলাই।
এছাড়াও সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডে হবে ২২ এবং ২৫ জুলাই গায়ানায়। শেষ ওয়ানডে হবে সেন্ট কিটসে। একই ভেন্যুতে ৩১ জুলাই প্রথম টি-টোয়েন্টি। শেষ দুটি হবে ৪ ও ৫ আগষ্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে।