নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো অস্ট্রেলিয়া

ছবি:

বল ট্যাম্পারিংয়ের ঘটনায় এরই মধ্যে অধিনায়কত্বের পদ থেকে সড়ে দাঁড়িয়েছে অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। এক টেস্টে নিষিদ্ধ হয়েছেন স্মিথ। বল টেম্পারিংয়ের ঘটনায় জড়িত থাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুক্রবার শুরু শেষ টেস্টে খেলা হচ্ছে না তার।
এর মধ্যে তাদের অকাণ্ডের তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। আরো বড় শাস্তি নেমে আসতে পারে স্মিথের ওপর। মঙ্গলবার অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড নতুন অধিনায়ক হিসেবে অফিশিয়ালি উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম পেইনের নাম ঘোষণা করেছে।

কেপ টাউন টেস্টের তৃতীয় দিন অজি ওপেনার ক্যামেরন ব্যানক্রফট এই বল টেম্পারিং করে ধরা পড়েন। চতুর্থ দিন থেকে আর অস্ট্রেলিয়ার অধিনায়ক নন স্টিভ স্মিথ। সবাইকে চমকে দিয়ে টিম পেইন পান ক্যাপ্টেনের আর্মব্যান্ড।
উইকেটরক্ষক-ব্যাটসম্যান পেইন গেল অ্যাশেজের দলে ডাক পান। এবং সেটিও ছিল চমক। ৬ বছর জাতীয় দলের বাইরে থেকে সেটি ছিল তার ফেরা। বড় পরিসরের ক্রিকেটে এবারই প্রথম বারের মতো তাকে অধিনায়কত্ব করতে দেখা যাবে।