promotional_ad

ওপেনিংয়ে মাশরাফি

promotional_ad

ডিপিএলের সুপার সিক্স রাউন্ডে নিজেদের গত ম্যাচে গাজি গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৭৩ রানের দারুণ একটি জয় পেয়েছিলো নাসির-মাশরাফিদের দল আবাহনী লিমিটেড। এবার টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি। 


ফতুল্লাহর খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরুতে টসে জিতে শেখ জামালকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন আবাহনীর অধিনায়ক নাসির হোসেন। আর নাসিরের আমন্ত্রণে ব্যাটিং করতে নেমে ভারতীয় রিক্রুট উন্মুক্ত চাঁদের দারুণ সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৬ রান সংগ্রহ করেছে শেখ জামাল।


উন্মুক্ত চাঁদের ১০১ রানের ইনিংসটি ছাড়াও আরেক ওপেনার সৈকত আলি করেছেন ৫৬ রান। এছাড়াও অলরাউন্ডার তানবির হায়দার ৩১ এবং অধিনায়ক নুরুল হাসান সোহান ১৯ রান করেন। বাদবাকি ব্যাটসম্যানদের আর কেউই সেভাবে বলার মতো রান করতে পারেননি। 


আবাহনীর পক্ষে সবথেকে সফল বোলার ছিলেন মাশরাফি বিন মর্তুজা। শেখ জামালকে কম রানে আটকে রাখার পেছনে মূলত তাঁর কৃতিত্বই সবথেকে বেশি ছিলো। কেননা ১০ ওভার বোলিং করে ১ মেইডেন সহ ৪৬ রানে ৩ উইকেট শিকার করেছিলেন তিনি।



promotional_ad

যার মধ্যে সেঞ্চুরিয়ান উন্মুক্ত চাঁদের উইকেটটিও ছিলো। ২টি করে উইকেট নিয়ে নড়াইল এক্সপ্রেসকে যোগ্য সঙ্গ দিয়েছেন তাসকিন আহমেদ এবং মেহেদি হাসান মিরাজ। এখন পর্যন্ত এই ম্যাচটি সহ ১৩ ইনিংসে ৩৫ উইকেট শিকার করে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি মাশরাফি। 


এদিকে এরই মধ্যে শেখ জামালের ছুঁড়ে দেয়া ২৫৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছে আবাহনী। তবে অবাক করার বিষয় হলো আজ ওপেনিংয়ে আনামুল হক বিজয়ের সাথে ব্যাটিংয়ে নেমেছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই রিপোর্ট লেখা পর্যন্ত আবাহনীর স্কোর দাঁড়িয়েছে বিনা উইকেটে ২২ রান (৩ ওভার)। 


শেখ জামাল ধানমন্ডি ক্লাব-


সৈকত আলি, উন্মুক্ত চাঁদ, রাকিন আহমেদ, তানবির হায়দার, নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাজমুল ইসলাম, আবু জায়েদ রাহি, জিয়াউর রহমান, রবিউল হক, ইলিয়াস সানি, সোহাগ গাজি। 



আবাহনী লিমিটেড- 


আনামুল হক বিজয়, নাজমুল হাসান শান্ত, হানুমা বিহারি, নাসির হোসেন (অধিনায়ক), মোহাম্মদ মিথুন (উইকেটরক্ষক), মাশরাফি বিন মর্তুজা, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, সাকলাইন সজীব।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball