ক্যারিয়ার দীর্ঘস্থায়ী করতে নতুন পন্থায় আমির

ছবি:

টেস্ট ক্রিকেটকে একেবারেই 'না' বলছেন না পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমির। তবে নিজের ক্যারিয়ারকে আরেকটু দীর্ঘাস্থায়ী করতে টেস্ট ক্রিকেট কম খেলতে চান এই গতিতারকা। ক্রিকইনফোকে সম্প্রতি জানিয়েছেন,
'আমি ওই ক্ষতি ও হারানো সময় (ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়া পাঁচ বছর) ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু আমার ক্যারিয়ার দীর্ঘস্থায়ী করতে কাজের চাপ কমাতে পারি। আসলে প্রতিটি দিন শেষে আমার বয়স বাড়ছে। কিন্তু আমার ভক্তরা চায় আমি খেলা চালিয়ে যাই।
'কিন্তু বাস্তবতা হল আমি একজন মানুষ, অতিমানব নই। আমার ভক্তদের জন্য ক্রিকেট খেলা চালিয়ে যেতে চাই। এ পর্যন্ত ৩০টির মতো টেস্ট খেলেছি। সামনের কয়েকটি বছর হয়তো আমি কিছু টেস্ট মিস করতে পারি। হয়তো ৫০ টেস্টের পর টেস্ট খেলা ছাড়তে পারি।'

মূলত ২০১৯ সালের বিশ্বকাপকে ঘিরেই এমন পরিকল্পনা সাজাচ্ছেন আমির। দলের কোচের সঙ্গেও পরামর্শ করেছেন এই বিষয়ে; 'বর্তমান সময়ে অনেক ক্রিকেট খেলতে হয়। সে জন্য আমি কোচের সঙ্গে একটি চুক্তি করেছি।
'ক্রিকেটে রোটেশন পদ্ধতি রয়েছে যাতে করে সবাই দেশের হয়ে খেলতে তরতাজা ও পুরোপুরি ফিট থাকে। ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে তার পরিকল্পনা ভালোভাবে কাজ করছে।'
তবে ফিক্সিংয়ের দায়ে নিষেধাজ্ঞায় থাকায় টেস্ট ক্যারিয়ার অনেক পিছিয়ে পড়েছে তার-- মনে করছেন আমির। আর তাই অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড ক্রিকেটারদের মতোই বেঁছে বেঁছে ম্যাচ খেলবেন তিনি।
'২০১০ সালের পর থেকে ক্রিকেট ভিন্ন জিনিস। আপনি যদি ফিরে দেখেন আমি মূল্যবান ৫টি বছর হারিয়েছি। কল্পনা করেন, আমি ওই সময়টা খেলতে পারলে আমার টেস্টের সংখ্যা হতে পারত ৭০-৮০টি।
'আমি বলব না যে আমি আর টেস্ট খেলতে চাই না। কিছু সময়ের জন্য বিশ্রাম দিতে চাই। গুরুত্বপূর্ণ কোনো সিরিজ কিংবা ম্যাচে খেলতে চাই। যেটা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটাররা করে থাকেন। আমাদের অনেক সম্ভাবনাময় বোলার রয়েছে। তাদেরকেও সুযোগ দিতে হবে।'