promotional_ad

টুর্নামেন্ট সেরার ট্রফি স্বপ্নভঙ্গের চিহ্নঃ রাজা

promotional_ad

দেশকে বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছেন, যার কারনে ব্যক্তিগত পারফর্মেন্স উজ্জ্বল হওয়া সত্ত্বেও টুর্নামেন্ট সেরার পুরস্কার উদযাপন করতে পারছেন না জিম্বাবুয়ের প্রিমিয়ার অলরাউন্ডার সিকান্দার রাজা। 


বিশ্বকাপ কোয়ালিফায়ার টুর্নামেন্টে অবিশ্বাস্য ধারাবাহিকতায় পারফর্ম করে জেতা টুর্নামেন্ট সেরার পুরস্কারটি সিকান্দার রাজার জন্য কষ্টের স্মৃতি হিসেবে হয়ে স্মরণীয় হয়ে থাকবে। পুরস্কার গ্রহনের সময় তিনি বলেছেন, 


'আমি অবশ্যই খুশী নই। আমি মনে করি এই ট্রফিটি আমাকে ভবিষ্যতে বিশ্বকাপে খেলতে না পারার দুঃখ মনে করিয়ে দিবে। এই ট্রফি দেখলেই মনে হবে, আমাদের স্বপ্ন পূরণ হয়নি। এই ট্রফি একই সাথে ১৫ মিলিয়ন মানুষের স্বপ্নভঙ্গের চিহ্ন।'



promotional_ad

এছাড়া বিশ্বকাপের মূল পর্বে জিম্বাবুয়ে জায়গা করে নিতে ব্যর্থ হওয়া নিয়ে সিকান্দার রাজা বলেছেন, 'আমি যখন ক্রিকেট খেলা শুরু করি, তখন মনে হতো খেলাটা দেশকে একত্র করছে। বিভিন্ন গোত্রের ক্রিকেটার এসে এই সুন্দর খেলাটি খেলছে। কিন্তু দুঃখজনক, আগামী বিশ্বকাপ আপনি সেটা দেখতে পাবেন না। বিষয়টি সহজ করা সহজ হবে না।'


কোয়ালিফায়ার রাউন্ডের সুপার সিক্সে চার ম্যাচের দুটিতে জিতে ইংল্যান্ডের টিকেট থেকে মার এক জয় দূরে ছিল গ্রায়াম ক্রিমারের দল। আরব আমিরাতের বিপক্ষে জয় পেলেই বিশ্বকাপে জায়গা করে নিতে পারতো জিম্বাবুয়ে। কিন্তু মাত্র ৩ রানের ব্যবধানের হার জিম্বাবুয়েকে টুর্নামেন্ট থেকে ছিটকে ফেলে।


কোয়ালিফায়ার থেকে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। টুর্নামেন্ট জুড়ে জিম্বাবুয়ের হয়ে দুর্দান্ত খেলেছেন সিকান্দার রাজা। আসর জুড়ে প্রায় ৫৪ গড়ে ৩১৯ রান এসেছে রাজার ব্যাট থেকে। 



অফ স্পিনে ১৭ গড়ে উইকেট শিকার করেছেন ১৫টি। পারফর্মেন্সের পুরস্কার হিসেবে পাওয়া টুর্নামেন্ট সেরার পুরস্কারটি আইসিসি সহযোগী সদস্য দেশ গুলোর ক্রিকেটারদের উৎসর্গ করেছেন সিকান্দার রাজা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball