তামিমদের দলকে হারিয়ে দ্বিতীয় শিরোপা ইসলামাবাদের

ছবি:

পেশওয়ার জালমিকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় বারের মতো পাকিস্তান সুপার লীগের শিরোপা জিতেছে ইসলামাবাদ ইউনাইটেড। জালমির দেয়া ১৪৯ রানের লক্ষ্য তারা ১৯ বল হাতে রেখেই পেরিয়ে গেছে।
মাঝারি লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন ইসলামাবাদের দুই ওপেনার লুক রঞ্চি ও শাহিবজাদা ফারহান। এই দুজনের ব্যাটে ওপেনিংয়ে.৯৬ রান যোগ করে ইসলামাবাদ। ওপেনার লুক রঞ্চি ৫২ রান করে আন্দ্রে ফ্লেচারের হাতে ক্যাচ দিয়েছেন ক্রিস জর্ডানের বলে।
শাহিবজাদা ৪৪ রান করে ফিরেছেন ওয়াহাব রিয়াজের বলে হাসান আলির হাতে ক্যাচ দিয়ে। এরপরই ছন্দ হারায় ইসলামাবাদ। দ্রুতই আরও ৪ উইকেট হারায় তারা। কোনো রান না করেই চ্যাডউইক ওয়ালটন উমাইদ আসিফের বলে বোল্ড হয়ে ফিরেছেন।

তার পর পরই ২ রান করে জেপি ডুমিনি ও ১০ রান করে আউট হয়েছেন সামিত প্যাটেল। ১ রান করে সাজঘরে ফিরে যান সাদাব খান। শেষ দিকে হোসেন তালাত ৭ রান করে আউট হলেও মাত্র ৬ বলে ২৬ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আসিফ আলী।
তার সঙ্গী ফাহিম আশরাফ কোনো রান না করেই অপরাজিত থাকেন। জালমির হয়ে ২ টি করে উইকেট নিয়েছেন হাসান আলী, ওয়াহাব রিয়াজ ও ক্রিস জর্ডান। ১ টি উইকেট দখল করেছেন উমাইদ আসিফ।
এর আগে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পেশওয়ার জালমি। তবে শুরুটা ভালো হয়নি তাদের। তারা দলীয় ৩৮ রানের মধ্যেই উপরের সারির ৩ ব্যাটসম্যানকে হারায়। তারপর ক্রিস জর্ডান, লিয়াম ডওসনকে নিয়ে ৫২ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন।
ক্রিস জর্ডান ৩৬ রান করে আউট হয়েছেন। আর লিয়াম ডওসন ফিরেছেন ৩৩ রান করে। এই দুজনের আউটের পরে আবারও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জালমি। শেষ দিকে ওয়াহাব রিয়াজের অপরাজিত ১৪ বলে ২৮ রান ছাড়া আর কেউই উল্লেখ যোগ্য রান করতে পারেন নি।
ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে জালমির সংগ্রহ দাঁড়ায় ১৪৮ রান। ইসলামাবাদের হয়ে ৩ টি উইকেট নিয়েছেন সাদাব খান। দুটি উইকেট দখল করেছেন হোসেন তালাত ও সামিত প্যাটেল। ১ টি উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ ও মোহাম্মদ সামি।