promotional_ad

তামিমের অপেক্ষায় বিসিবি

promotional_ad

নিদাহাস ট্রফি শেষে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এলিমিনেটর খেলতে সোজা পাকিস্তানের বিমান ধরেছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। সেখানে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন এই তারকা টাইগার ব্যাটসম্যান।


তারপর দ্রুতই পাকিস্তান থেকে থাইল্যান্ডে পাঠানো হয় তামিমকে। সেখানে এমআরআইও করানো হয়েছে। এই রিপোর্ট খুব একটা ভালো আসেনি বলে ধারণা করছে সবাই।


সেই রিপোর্ট এখনও হাতে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তাই এই বিষয়ে কিছু জানাতে পারেন নি বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তারপরও তামিমের রিপোর্টে খারাপ কিছুর প্রত্যাশা করছেন না তিনি।



promotional_ad

দেবাশীষ জানিয়েছেন, 'তামিম ওইখানে এমআরআই করেছে। ও কাল পরশু আসবে। আসলে তখন আমরা জানতে পারবো বিস্তারিত। ওর কি হয়েছে, খারাপ কি ভালো, এমন কিছু জানি না। আমার ধারণা রিপোর্টে এতো খারাপ কিছু আসার কথা না। তারপরও না দেখে কিছু বলতে পারছি না। আমাকে তামিম বলেছে ২৬ তারিখের (মার্চ) মধ্যে চলে আসবে। আসুক তারপর বলা যাবে।'


পিএসএলের এলিমিনেটর ম্যাচে হাঁটুর পুরনো ব্যথার জায়গায় আবারও ব্যথা পান তামিম। ফলে ফিল্ডিংও করতে পারেন নি তিনি। অবস্থার উন্নতি না হলে তাকে দ্রুতই থাইল্যান্ডে পাঠানো হয়।


হাঁটুর ব্যাথাটা বেশ পুরোনো তামিমের। তবে বড় কোনো সমস্যা না হওয়ার কারণে এই ব্যাথা নিয়েই নিয়মিত খেলছিলেন এই ওপেনার। সেখানেই আবার তামিম এবার চোট পেয়েছেন। এদিকে এলিমিনেটর ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়ের্সের বিপক্ষে ব্যাট হাতে দলের জয়ে দারুণ অবদান রেখেছেন তামিম।



২৯ বল খেলে ৫টি বাউন্ডারির সাহায্যে ২৭ রান করেছিলেন এই বাঁহাতি। পিএসএলের এবারের আসরে মোট ছয়টি ম্যাচ খেলে ১৬১ রান করেছেন তামিম। ম্যাচ প্রতি ৩২.২০ গড়ে রান করেছেন তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball