তামিমের অপেক্ষায় বিসিবি

ছবি:

নিদাহাস ট্রফি শেষে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এলিমিনেটর খেলতে সোজা পাকিস্তানের বিমান ধরেছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। সেখানে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন এই তারকা টাইগার ব্যাটসম্যান।
তারপর দ্রুতই পাকিস্তান থেকে থাইল্যান্ডে পাঠানো হয় তামিমকে। সেখানে এমআরআইও করানো হয়েছে। এই রিপোর্ট খুব একটা ভালো আসেনি বলে ধারণা করছে সবাই।
সেই রিপোর্ট এখনও হাতে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তাই এই বিষয়ে কিছু জানাতে পারেন নি বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তারপরও তামিমের রিপোর্টে খারাপ কিছুর প্রত্যাশা করছেন না তিনি।

দেবাশীষ জানিয়েছেন, 'তামিম ওইখানে এমআরআই করেছে। ও কাল পরশু আসবে। আসলে তখন আমরা জানতে পারবো বিস্তারিত। ওর কি হয়েছে, খারাপ কি ভালো, এমন কিছু জানি না। আমার ধারণা রিপোর্টে এতো খারাপ কিছু আসার কথা না। তারপরও না দেখে কিছু বলতে পারছি না। আমাকে তামিম বলেছে ২৬ তারিখের (মার্চ) মধ্যে চলে আসবে। আসুক তারপর বলা যাবে।'
পিএসএলের এলিমিনেটর ম্যাচে হাঁটুর পুরনো ব্যথার জায়গায় আবারও ব্যথা পান তামিম। ফলে ফিল্ডিংও করতে পারেন নি তিনি। অবস্থার উন্নতি না হলে তাকে দ্রুতই থাইল্যান্ডে পাঠানো হয়।
হাঁটুর ব্যাথাটা বেশ পুরোনো তামিমের। তবে বড় কোনো সমস্যা না হওয়ার কারণে এই ব্যাথা নিয়েই নিয়মিত খেলছিলেন এই ওপেনার। সেখানেই আবার তামিম এবার চোট পেয়েছেন। এদিকে এলিমিনেটর ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়ের্সের বিপক্ষে ব্যাট হাতে দলের জয়ে দারুণ অবদান রেখেছেন তামিম।
২৯ বল খেলে ৫টি বাউন্ডারির সাহায্যে ২৭ রান করেছিলেন এই বাঁহাতি। পিএসএলের এবারের আসরে মোট ছয়টি ম্যাচ খেলে ১৬১ রান করেছেন তামিম। ম্যাচ প্রতি ৩২.২০ গড়ে রান করেছেন তিনি।