অস্ট্রেলিয়াকে লজ্জায় ডুবালো দক্ষিণ আফ্রিকা

ছবি:

কেপটাউন টেস্টে সফরকারী অস্ট্রেলিয়াকে লজ্জায় ডুবিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তৃতীয় টেস্টের চতুর্থ দিন সফরকারীদের ৩২২ রানে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ফাফ ডু প্লেসিসের দল।
চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ৪৩০ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার পেসার মরনে মরকেলের পেসের সামনে দাঁড়াতেই পারেনি অজি ব্যাটসম্যানরা।
একে একে সাজঘরে ফিরেছেন স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নাররা। অস্ট্রেলিয়ার পক্ষে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৩২ রান এসেছে ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে। ৪৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে অজিরা গুটিয়ে গিয়েছে মাত্র ১০৭ রানে।

স্বাগতিকদের পক্ষে ২৩ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন পেসার মরনে মরকেল। এর আগে চতুর্থ দিন সকালে ৫ উইকেটে ২৩৮ রান নিয়ে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা নিজেদের দ্বিতীয় ইনিংসে অল আউট হয়েছিল ৩৭৩ রানে।
ওপেনার এইডেন মার্করামের ৮৪ ছাড়াও এবি ডি ভিলিয়ার্স ৬৩ এবং কুইন্টন ডি কক করেন ৬৫ রান। অজিদের পক্ষে নাথান লায়ন, জশ হ্যাজেলউড এবং প্যাট কামিন্স নেন ৩টি করে উইকেট।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ওপেনার ডিন এলগারের ১৪১ রানের উপর ভর করে ৩১১ রান স্কোরবোর্ডে তুলেছিল স্বাগতিকরা। জবাবে অজিরা নিজেদের প্রথম ইনিংসে অল আউট হয়ে ২৫৫ রানে।