promotional_ad

কোচের কারণে আটকে আছে বিশ্বকাপের দল নির্বাচন প্রক্রিয়া

promotional_ad

হাথুরুসিংহে পদত্যাগ করার পর থেকেই বাংলাদেশ দলের প্রধাণ কোচের পদটা খালিই পড়ে আছে। সাকিব-তামিমদের কোচ হিসেবে নিয়োগ দেয়ার জন্য মনের মতো কাউকেই পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


এই কারণেই ২০১৯ বিশ্বকাপের দল নির্বাচন প্রক্রিয়া সঠিক পরিকল্পনায় এগোতে পারছে না বলে মনে করেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। প্রধান কোচ নিয়োগের পর তার সঙ্গে সমন্বয় করেই বিশ্বকাপের দল নির্বাচন প্রক্রিয়া শুরু করবে বিসিবি এমনটাই জানিয়েছেন তিনি।


এই প্রসঙ্গে মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, "প্রধান কোচ চলে যাওয়ার পর আবার নতুন যে কোচ হচ্ছে, তাহলে এরকম একটা প্ল্যান থাকবে। আমাদেরও ওয়ার্ল্ড কাপ নিয়ে যে প্ল্যানিং আছে সেভাবেই আগাবো।"



promotional_ad

জাতীয় দলের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারই ফর্মে নাই। তাদের প্রতি নান্নু পরামর্শ দিয়েছেন, মনোযোগ ধরে রেখে আবার আগের মতো শুরু করার জন্য। তাদের এই অফ ফর্মের কারণ হিসেবে মানসিক দুর্বলতাকেই দাঁড় করাচ্ছেন নান্নু।


নান্নু বলেছেন, "একটা ব্যাটসম্যানের বড় সমস্যা হচ্ছে মানসিক কারণ এরা পরীক্ষিত পারফর্মার। আগে যথেষ্ট ভাল খেলেছে, এখন যদি আবারো মনোযোগ নিবেশ করে তাহলে আবারো তারা আগের মতই ভাল খেলবে।"


শুধু জাতীয় দলই না। সামনে বাংলাদেশ 'এ' দল ও এইচপি দলে ব্যস্ত সুচি। ২০১৯ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখেই দল নির্বাচন করবেন বলে জানালেন নান্নু। 



তিনি আরো বলেন, '২০১৯ সালের ওয়ার্ল্ড কাপ মাথায় রেখেই কিন্তু আমরা প্ল্যান করছি। তো এইচপিতে আমরা এবার যেভাবে মনে করছি দ্রুত পরিবর্তন একটা থাকবে। আরেকটা থাকবে জাতীয় দলে পরিবর্তন।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball