promotional_ad

পাপনের পরামর্শেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিলেন সাকিব

promotional_ad

নিদাহাস ট্রফ্রিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ দল মাঠে নেমেছিল। টানটান উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে স্বাগতিকদের ২ উইকেটের ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় টাইগাররা।


এই ম্যাচের আগে হঠাৎ বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। মাঠে নেমেই দলকে দ্রুত উইকেট এনে দেয়ার সাথে দলকে দুর্দান্ত অধিনায়কত্বে জিতিয়েছিলেন এই অলরাউন্ডার।


সম্প্রতি,বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তার পরামর্শেই আগে ভাগে শ্রীলঙ্কা উড়ে গিয়েছিলেন সাকিব। যদিও চিকিৎসকরা এই অলরাউন্ডারকে আরও কিছুদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন।



promotional_ad

এই প্রসঙ্গে নাজমুল হাসান বলেছেন, 'আমি ১৪ তারিখে সাকিবকে ফোন করে বলেছিলাম, তুমি শ্রীলঙ্কা আসো। সে হাতে ব্যাথা পেয়েছিল। ইনজুরি ছিল। ডাক্তাররা তাকে বলেছিল বিশ্রাম নিতে। আমি জিজ্ঞেস করেছিলাম, তার হাতে কি ব্যাথা আছে? সে বলেছিল নেই। আমি বলেছিলাম তবে তুমি চলে আসো।'


অবশ্য, সাকিবের পরিকল্পনা ছিল দল নিদাহাস ট্রফির ফাইনালে উঠলে সেখানে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। তবে, বিসিবি সভাপতির ফোন পেয়ে দুই দিন আগেই শ্রীলঙ্কায় পা দিয়েছিলেন সাকিব। এদিকে, লঙ্কানদের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য মাহমুদুল্লাহকে প্রশংসায় ভাসিয়েছেন বিসিবি সভাপতি।


নাজমুল হাসানের ভাষ্যমতে, 'সাকিব বলেছিলো ১৭ তারিখ আসবো ফাইনাল খেলবো। আমি বলেছিলাম ১৬ তারিখ যদি না জিতি তবে ফাইনাল খেলবো কিভাবে? তুমি কালকেই চলে আসো। সাকিব এক ফোনেই কলম্বোতে গিয়ে উপস্থিত হয়েছিল। এবং আমরা সেই ম্যাচে জিতেছিলাম। দারুণ সুন্দর ব্যাটিং করেছিল আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball