কোহলিদের সঙ্গে খেলবেন কোরি অ্যান্ডারসন

ছবি:

আইপিএলের ১১তম আসরের নিলামে কিউই অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনকে দলে ভেড়ায়নি কোন ফ্রেঞ্চাইজি। তবে নিলামে অবিক্রিত থাকলেও শেষ পর্যন্ত আইপিএল মাতাতে দেখা যাবে এই অলরাউন্ডারকে।
ভিরাট কোহলির দল রয়্যাল চেলেঞ্জারর্স বেঙ্গালুরুরর জার্সিতে দেখা যাবে তাকে। অজি পেসার নাথান কুল্টারনাইলের বদলি হিসেবে তাকে দলে নিয়েছে ব্যাঙ্গালুরু কর্তৃপক্ষ।
এর আগের মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলেন কুল্টারনাইল। ১১তম আসরের নিলাম থেকে তাকে ২.২ কোটি ভারতীয় রুপিতে দলে ভিড়িয়েছিল ভিরাট কোহলির দল।

গেল বছরের অক্টোবর থেকে কোমরের ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন এই ডানহাতি পেসার। যেকারণে আসন্ন আইপিএল মৌসুম অনিশ্চিত হয়ে পড়েছে ডানহাতি এই পেসারের জন্য।
এদিকে কোরি অ্যান্ডারসনকে দলে নিলেও তিনিও ইনজুরিতে আছেন বর্তমানে। কোমরের ইনজুরি থেকে তিনিও সেরে উঠছেন। ২ কোটি রুপি মূল্যে কোহলির দলের সঙ্গে চুক্তি সই করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সরফরাজ খান, ক্রিস ওকস, যুবেন্দ্র চাহাল, উমেশ যাদব, ব্রেন্ডন ম্যাককালাম, ওয়াশিংটন সুন্দর, নভদ্বিপ সাইনি, কুইন্টন ডি কক, মোহাম্মদ সিরাজ, কলিন ডি গ্রান্ডহোম, মুরুগান অশ্বিন, পার্থিব প্যাটেল, মাঈন আলী, মানদ্বিপ সিং, মনন বোহরা, পাভন নেগি, টিম সাউদি, কুলওয়ান্ট খেরজোলিয়া, অনিকেত চৌধুরী, পাভন দেশপান্ডে, অনিরুদ্ধ অশোক জোশি, কোরি অ্যান্ডারসন।