promotional_ad

নতুন দলে যোগ দিচ্ছেন কোহলি

promotional_ad

চলতি বছরের জুনের শেষের দিকে পুর্ণাঙ্গ সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। সফরটিকে বেশ গুরুত্ব দিচ্ছে ভারত। কারণ সবশেষ ২০১৪ সালে ইংল্যান্ড সফরটি মোটেই সুখকর ছিলনা ভারতীয়দের জন্য।


এবারের ইংল্যান্ড সফরে ভালো করতে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে ভারতীয় ক্রিকেট দলের নীতি নির্ধারকরা। তারই অংশ হিসেবে ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে এবার কাউন্টি ক্রিকেটে খেলতে পাঠানো হচ্ছে ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলিকে।


কাউন্টি দল সারের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে ভারতীয় অধিনায়ককে। কোহলি ছাড়াও ইয়র্কশায়ারের হয়ে খেলতে পারেন পুজারা ও ডারহামের হয়ে মাঠে নামতে পারেন পেসার ইশান্ত শর্মা। কাউন্টি খেলার কারণে ঘরের মাঠে আফগানিস্তানের অভিষেক টেস্টে খেলা হচ্ছে না কোহলির।



promotional_ad

এদিকে আগামী ৩ জুলাই শুরু হওয়া ইংল্যান্ড সফরে ৩টি টি-টোয়েন্টি, ৩টি একদিনের ম্যাচের পর ৫টি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল। ঘরের মাঠে তিন ফরম্যাটের ক্রিকেটেই ভারত শক্তিশালী দল হলেও সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হেরেছে কোহলিরা।


তাই ইংল্যান্ড সফরে তিন ফরম্যাটের ক্রিকেটেই ভালো করতে মরিয়া ভারতীয়রা। ইংল্যান্ডে টেস্ট সিরিজ জিততে তাই বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলেই জুন মাসে কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডের বিমান ধরবেন কোহলি।


২০১৪ সালে ইংল্যান্ড সফরটি বেশ বাজে গেছে কোহলির। ৫টি টেস্টে ব্যাট হাতে করেছিলেন মাত্র ১৩৪ রান। ব্যাটিং গড় ছিল ১৩.৪০। একটিও অর্ধশতকের দেখা পাননি সেই সফরে। এবার সেই সফরের অপূর্ণতা ঘুচাতেই এই পরিকল্পনা কোহলির।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball