মুশফিকদের হেসে খেলেই হারালো সোহানরা

ছবি:

ডিপিএলের সুপার সিক্স পর্বের আজকের ম্যাচে লিজেন্ডস অফ রুপগঞ্জকে ৭ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এদিন সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে রুপগঞ্জের ছুঁড়ে দেয়া ২৬২ রানের লক্ষ্য ১২ বল হাতে রেখেই মাত্র ৩ উইকেট হারিয়ে টপকে যায় শেখ জামাল।
শেখ জামালের এত বড় জয়ের পেছনে সবথেকে বড় ভূমিকা ছিলো তাদের ভারতীয় রিক্রুট উন্মুক্ত চাঁদের। ১৩৩ বলে ১২৭ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন এদিন ২৪ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান। উন্মুক্ত চাঁদ ছাড়াও আজ অসাধারণ ব্যাটিং করেছেন তিন নম্বরে নামা রাকিন আহমেদ এবং অলরাউন্ডার তানবির হায়দার।
এই দুই ব্যাটসম্যানই পেয়েছেন ফিফটির দেখা। তবে ৫২ রান করে রাকিন আউট হলেও ইনিংসের শেষ পর্যন্ত ৬৬ রান নিয়ে অপরাজিত ছিলেন তানবির। আর তাঁর সঙ্গী অধিনায়ক নুরুল হসান সোহান অপরাজিত ছিলেন ১১ রান নিয়ে।
লিজেন্ডস অফ রুপগঞ্জের পক্ষে ৫৩ রানে ২ উইকেট শিকার করেছেন সাবেক জাতীয় দলের সাবেক পেসার সৈয়দ রাসেল। আর আরেকটি উইকেট নিয়েছেন পারভেজ রসুল। এর আগে ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিং করতে নেমে অধিনায়ক নাইম ইসলামের হাফসেঞ্চুরিতে ৯ উইকেটে ২৬০ রানের পুঁজি দাঁড়া করিয়েছিলো রুপগঞ্জ।

অধিনায়ক নাইম ছাড়াও এদিন রান পেয়েছেন ওপেনার মোহাম্মদ নাইম, পারভেজ রসুল, টাইগার উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং তুষার ইমরান। নাইম ৪৩, রসুল ৪৪, মুশফিক ৩৯ এবং তুষার অপরাজিত ৪৮ রান করেন।
শেখ জামাল ধানমন্ডির পক্ষে আজ দারুণ বোলিং করেছিলেন রবিউল হক। ৭ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে একাই ৫ উইকেট শিকার করেছেন ডানহাতি এই মিডিয়াম পেসার যা প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর ক্যারিয়ার সেরা বোলিং। অপরদিকে অলরাউন্ডার তানবির হায়দার নিয়েছেন ৪৮ রানে ২ উইকেট। এছাড়াও নাজমুল ইসলাম নিয়েছেন ১টি উইকেট।
লিজেন্ডস অফ রুপগঞ্জ-
আব্দুল মজিদ, মোহাম্মদ নাইম, নাইম ইসলাম (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), পারভেজ রসুল, তুষার ইমরান, মোহাম্মদ শহীদ, মোশাররফ হোসেন, নাজমুল হোসেন মিলন, সৈয়দ রাসেল, আসিফ হাসান।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব-
জিয়াউর রহমান, সোহাগ গাজি, ইলিয়াস সানি, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), তানবির হায়দার, নাজমুল ইসলাম, আবু জায়েদ রাহি, সৈকত আলি, রবিউল হক, রাকিন আহমেদ, উন্মুক্ত চাঁদ, শচীন বেবি।