'প্রমান করেছি, আমরাও পারি'

ছবি:

চোটের কারণে নিদাহাস ট্রফির শুরুর দিকে দলের সঙ্গে থাকতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান। থাইল্যান্ড-অস্ট্রেলিয়া-বাংলাদেশ করেই কাটিয়েছেন সময়টা। তারপর চিকিৎসকের দেয়া সময়সীমার আগেই মাঠে নেমেছেন।
দুর্দান্ত অধিনায়কত্বে স্বাগতিকদের হারিয়ে দলকে নিদাহাস ট্রফির ফাইনালে তুলেছেন। তবে শেষ বলে ফাইনাল ম্যাচে শিরোপা খোয়াতে হয়েছে ভারতের কাছে। এত কাছে থেকে ফিরে আসার হতাশা এতো সহজে ভুলতে পারছেন না সাকিব। সম্প্রতি এক সাক্ষাৎকারে দলকে এগিয়ে নেয়ার জন্য দোয়া চেয়েছেন তিনি।
টাইগার অধিনায়ক বলেছেন, ‘খুব কাছ থেকে ফিরে আসছি। জানি আপনারা হতাশ। খুব কাছ থেকে ফিরে আসছি, এটা মেনে নেওয়াও কঠিন। চেষ্টা করছি এভাবে যেন বারবার ফিরে আসতে না হয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন বাংলাদেশ দলকে সামনে এগিয়ে নিতে পারি। সামনে বড় সিরিজ, টুর্নামেন্ট আছে। আগামী বছর বিশ্বকাপ আছে।’

শিরোপা জিততে না পারলেও নিদাহাস ট্রফিতে বাংলাদেশের প্রাপ্তিগুলোকেও বড় করে দেখছেন সাকিব, ‘এই সিরিজের চারটি ম্যাচই ভালো খেলেছি। প্রমাণ করেছি আমরা পারি। এটা ধরে রাখাই আমাদের লক্ষ্য। এটি যেন ধরে রাখতে পারি, যে ভুলগুলো করেছি, সেগুলো যেন শুধরে নিতে পারি। টি-টোয়েন্টির মতো সংক্ষিপ্ত সংস্করণে ছোট ছোট বিষয় অনেক বড় হয়ে ওঠে। ৫-১০ রান, ???ক-দুটি বাউন্ডারি বড় হয়ে ওঠে।’
নিদাহাস ট্রফি খেলে এসে বাংলাদেশ দলের বেশির ভাগ খেলোয়াড় ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে। অবশ্য সাকিবের খেলা হচ্ছে না। কারণ তাঁর দল মোহামেডান সুপার লিগেই উঠতে পারেনি। অবশ্য সাকিব আফসোসে পুড়ছেন আইপিএলের আগে কোনো ম্যাচ খেলতে না পেরে।
এই প্রসঙ্গে সাকিব বলেছেন, ‘(আইপিএলে) যাওয়ার আগে কিছু ম্যাচ খেলতে পারলে খুব ভালো হতো। আপাতত কোনো সুযোগ দেখছি না। কিন্তু ম্যাচ অনুশীলনটা থাকলে খুব ভালো হতো।’