বোলারদের দাপটে দ্বিতীয় দিনও প্রোটিয়াদের

ছবি:

ক্যাপটাউন টেস্টের দ্বিতীয় দিনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার চেয়ে ৬৬ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে সফরকারী অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ২৪৫ রান। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে করা ৩১১ রানের জবাবে শুরুটা ভালো হয়নি সফরকারীদের।
তারা দলীয় ৪৩ রানেই ওপেনার ডেভিন ওয়ার্নারের উইকেট হারিয়েছে। ওয়ার্নার ৩০ রান করে রাবাদার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন। তারপর উসমান খাজা মাত্র ৫ রান করে মরনে মরকেলের বলে রাবাদার হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন।
অজি অধিনায়ক স্টিভেন স্মিথও ৫ রান করে সেই মরনে মরকেলের বলে ডিন এলগারের হাতে ক্যাচ দিয়েছেন। দলীয় ১৫০ রানে ব্যক্তিগত ২৬ রান করা শন মার্শ তৃতীয় শিকার হয়েছেন মরনে মরকেলের। ওপেনার ক্যামেরন ব্যানক্রাফট অস্ট্রেলিয়ার হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৭৭ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হয়েছেন ফিল্যান্ডারের বলে।

মিচেল মার্শ ৫ রান করে ফিল্যান্ডারের বলে আউট হয়েছেন প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটসম্যান ডি ককের হাতে ক্যাচ দিয়ে। প্যাট কমিন্স ৪ রান করে রাবাদার বলে ডি ভিলিয়ার্সের হাতে ক্যাচ দিয়েছন। মিচেল স্টার্কও ২ রান করে সেই রাবাদার বলে ডি ভিলিয়ার্সের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।
৪৭ রান করা নাথান লায়নকে এলগারের ক্যাচ বানিয়ে নিজের চতুর্থ শিকার তুলে নিয়েছেন মরকেল। বাকি সময়টা উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম পাইন হ্যাজেলউডকে নিয়ে বাকি সময়টা পার করেছেন। পাইন ব্যক্তিগত ৩৩ রানে অপরাজিত আছেন ১ রান করে হ্যাজেলউড তৃতীয় দিন ব্যাট হাতে মাঠে নামবেন।
এদিকে, প্রথম দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৮ উইকেটে ২৬৬ রান। দ্বিতীয় দিনে মাত্র ৪৫ রান যোগ করে অল আউট হয়েছে স্বাগতিকরা। আগের দিনের সেঞ্চুরিয়ান ওপেনার ডিন এলগার শেষ পর্যন্ত ১৪১ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।
ফলে ‘ক্যারিং দা ব্যাট থ্রু আ কমপ্লিটেড ইনিংস’ এর কীর্তি গড়েছেন এই প্রোটিয়া তারকা। তবে এবারই প্রথম নয় এনিয়ে তৃতীয় বারের মতো এই কীর্তি গড়েছেন এলগার। এর আগে তিনবার এই কীর্তিতে নাম লিখিয়েছিলেন কেবল সাবেক ক্যারিবিয়ান ওপেনার ডেসমন্ড হেইন্স।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার দলীয় রানের ৪৫.৩ শতাংশ রানই এসেছে এলগারের ব্যাট থেকে। আগের দিন হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে দারুণ দুটি জুটি গড়েছিলেন ওপেনার এলগার। কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে দলীয় সংগ্রহ বড় করতে পারেননি এলগার। তবে নবম উইকেটে কাগিসো রাবাদাকে নিয়ে গড়েন ৫০ রানের জুটি গড়ে প্রথম ইনিংসে দলকে তিনশো পেরুনো ইনিংস এনে দেন এলগার।