জিম্বাবুয়েকে বিশ্বকাপ থেকে ছিটকে দিলো আমিরাত

ছবি:

বিশ্বকাপ বাঁছাই পর্বের সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে ৩ রানের ব্যবধানে হেরেছে জিম্বাবুয়ে। আগের দুই ম্যাচে হেরে আগে থেকেই বিশ্বকাপের দৌঁড় থেকে ছিটকে গেছে আরব আমিরাত। এবার নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে তাদেরও বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে আমিরাত।
বিশ্বকাপ বাঁছাই পর্বের সুপার সিক্সে ৮ পয়েন্ট নিয়ে সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। আজ জিম্বাবুয়ে জিতলে তারাই দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত করতো। তবে আজ হারাতেই বিপত্তি বেধেছে। ৫ ম্যাচে তাদের সংগ্রহে রয়েছে ৫ পয়েন্ট।
তবে, আয়ারল্যান্ড ও আফগানিস্তান ১ ম্যাচ কম খেলে তাদের পয়েন্ট চার। সুপার সিক্সের শেষ ম্যাচে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যে যে দল জিতবে তারাই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে।
এদিকে আরব আমিরাত জিম্বাবুয়েকে ৩৫ রানের লক্ষ্য দিলেও, বৃষ্টির কারণে ৪০ ওভারে জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ২৩০ রানে। ব্যাটিংয়ে নেমে দলীয় ৬ রানেই জিম্বাবুয়ে ৬ রান করা ওপেনার সোলোমন মীরকে হারায়। এরপর দলীয় ১৮ রানে ৭ করে সাজঘরে ফিরে যান আরেক ওপেনার মাসাকাদজা।

দলীয় ৪৫ রানে মাত্র ১৫ রান করে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর ফিরে গেলে চাপে পড়ে জিম্বাবুয়ে। এরপর শেন উইলিয়ামস ও পিটার মুরের ৭৯ রানের জুটিতে জয়ের স্বপ্ন দেখে জিম্বাবুয়ে। কিন্তু দলীয় ১২৪ রানে মুর ৩৯ রান করে ফিরে গেলে আবারও শুরু হয় আসা যাওয়ার মিছিল।
এরপর শেন উইলিয়ামস ৮০ রান করে আউট হয়েছেন। ৩৪ রান এসেছে সিকান্দার রাজার ব্যাট থেকে। শেষ দিকে অধিনায়ক গ্রায়েম ক্রেমারের অপরাজিত ২২ ও কাইল জার্ভিসের ৫ রানে জয়ের স্বপ্ন দেখলেও তা পূরণ হয়নি জিম্বাবুয়ের। নির্ধারিত ৪০ ওভারে তাদের ইনিংস থেমেছে ২২৬ রানে।
আরব আমিরাতের হয়ে মোহাম্মদ নাভিদ একাই নিয়েছেন ৩ উইকেট। ১ টি করে উইকেট দখল করেছেন কাদির আহমেদ ও আহমেদ রেজা। এর আগে টসে জিতে আরব আমিরাতকে আগে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। তারপর শুরুতেই ধাক্কা খায় আমিরাত।
তারা দলীয় ১৮ রানে ওপেনার ১০ রান করা আশফাক আহমেদের উইকেট হারায়। তারপর গোলাম সাব্বিরকে নিয়ে ৭৪ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন ওপেনার রোহান মোস্তফা। রোহান ৩১ রান করে আউট হয়েছেন।
তাছাড়া, উইকেটরক্ষক ব্যাটসম্যান গোলাম সাব্বিরের ৪০, রমিজ শাহজাদের ৫৯ ও সাইমন আনোয়ারের ৩৩ রানে ভর করে বৃষ্টির কারণে ৪৭.৫ ওভারে নেমে আসা এই ম্যাচে ৭ উইকেট হারিয়ে ২৩৫ রানে থামে আরব আমিরাতের ইনিংস।
জিম্বাবুয়ের হয়ে, টেন্ডাই চাতারা ২ টি ও সিকান্দার রাজা ৩ করে উইকেট দখল করেন ১ টি করে উইকেট নিয়েছেন ব্লেজিং মুজারাবানী ও শেন উইলিয়ামস।