বিশ্ব একাদশের অধিনায়ক মরগান

ছবি:

চলতি বছরের মে মাসের শেষে উইন্ডিজদের বিপক্ষে ১টি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বিশ্ব একাদশ। ইংল্যান্ডের লর্ডসে এই একমাত্র টি-টুয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
হ্যারিকেন ইরমা এবং মারিয়ায় ক্ষতিগ্রস্ত জেমস রোনাল্ড পার্ক এবং ডমিনিকা উইন্ডসর পার্ককে পুনরায় মেরামত করার জন্য এই ম্যাচের আয়োজন করা হয়েছে।
জানা গিয়েছে, আসন্ন এই টি-টুয়েন্টি ম্যাচে বিশ্ব একাদশকে নেতৃত্ব দিবেন ইংলিশদের ওয়ানডে এবং টি-টুয়েন্টি দলপতি ইয়ন মরগান। বৃহস্পতিবার এক প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত ভাবে জানা গিয়েছে।

এদিকে বিশ্ব একাদশকে নেতৃত্ব দেয়ার কথা জেনে দারুণ উচ্ছ্বসিত মরগান। জানিয়েছেন, ক্রিকেটের উন্নয়নের জন্য সব সময়ই কাজ করতে রাজি তিনি। মরগান বলেন,
'বিশ্ব একাদশের অধিনায়ক নির্বাচিত হয়ে আমি অনেক আনন্দিত। যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে ক্রিকেট সব সময় প্রস্তুত। আমরা সবাই একটা পরিবারের মত। এখানে বিশ্বের সব ভালো ভালো ক্রিকেটাররা অংশ নিবেন।
আমি আশাবাদী যে দর্শকরাও আসবে ম্যাচটি দেখতে এবং উপভোগ করবে। এমনকি খতিগ্রস্থদের জন্য সহায়তা করতে থাকা কোন কমতি রাখবে না।'