তারপরও শাস্তি কমছে না সাব্বিরের
ছবি:

চলতি বছরের শুরুতেই ঘরোয়া ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান। জাতীয় ক্রিকেট লীগে এক ক্ষুদে দর্শককে পেটানো এবং পরে শুনানির জন্য ডাকা হলে ম্যাচ অফিসিয়ালদের হুমকি দেয়ার অপরাধে তাকে এই শাস্তি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
একই সঙ্গে ২০ লাখ টাকা জরিমানা এবং জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ দেয়া হয়ে তাকে। তবে জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেও বাংলাদেশ দলের নিয়মিত সদস্য হয়ে আছেন এই হার্ড হিটার।

এদিকে সাব্বিরকে শাস্তি দেয়ার পর সময় পার হয়ে গিয়েছে প্রায় সাড়ে তিন মাস। এতো দিন পার হয়ে গেলেও ডানহাতি এই ব্যাটসম্যানের শাস্তি কমাতে ইচ্ছুক নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এমনটাই জানিয়েছেন বিসিব পরিচালক জালাল ইউনুস। সময় সংবাদকে দেয়া এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন তিনি। সেখানে তিনি আরও বলেছেন, সাব্বির যদি আপিল করে থাকেন সেক্ষেত্রে সেটা ভিন্ন ব্যাপার। তিনি বলেন,
'আমার মনে হয় না। এখানে সাব্বিরের ব্যাপারটি রিভিউ করা হবে। তবে সে যদি ক্রিকেট বোর্ডের কাছে আপিল করে সেটা ভিন্ন ব্যাপার।'