এখনও ধোনির দলে খেলার স্বপ্ন দেখেন কার্ত্তিক

ছবি:

কয়েকদিন আগেই নিদাহাস ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে ভারতকে ফাইনাল জিতিয়েছেন উইকেট রক্ষক দীনেশ কার্ত্তিক। শেষ বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে এই শিরোপা উপহার দেন তিনি।
নিদাহাস ট্রফি জয়ের পর ভারতীয় ক্রিকেটাররা এবার ফুরফুরে মেজাজে আইপিএলের জন্য নিজেদেরকে প্রস্তুত করছে। আগামী মাসের ৭ তারিখ পর্দা উঠবে আইপিএলের ১১তম আসরের।
আর আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিবেন এই ভারতীয় ব্যাটসম্যান। তবে কলকাতাকে নেতৃত্ব দিতে মাঠে নামার আগে জানিয়েছেন, আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঠে নামার স্বপ্ন ছিল তার।

এমনটাই জানিয়েছেন তিনি। ভারতের একটি দৈনিক পত্রিকাকে দেয়া সাক্ষাতকারে এসব নিয়েই কথা বলেছেন নিদাহাস ট্রফির জয়ের এই নায়ক। তিনি বলেন,
'আইপিএলের প্রথম আসর থেকে একদম মন থেকে চেয়েছিলাম আমি যেন চেন্নাইয়ের হয়ে খেলতে পারি। দশ বছর পার হয়ে গিয়েছে কিন্তু স্বপ্ন স্বপ্নই রয়ে গিয়েছে।
যত দিন যাচ্ছে স্বপ্নটা পূরণ হওয়ার আশা ততই কমছে। আমি জানিনা আসলে কোনদিন চেন্নাইয়ের জার্সিতে নামতে পারবো কিনা।