বিপিএল ও আইপিএলের পার্থক্য তুলে ধরলেন আফতাব

ছবি:

ভারতের বিপক্ষে নিদাহাস ট্রফির ফাইনালে পরাজিত হয়ে টুর্নামেন্ট জয়ের স্বপ্ন ধূলিসাৎ হওয়ার পর বাংলাদেশ দলের পারফর্মেন্স নিয়ে কাঁটাছেড়া করছেন সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষকেরা। এই সিরিজের পর অনেকেই পার্থক্য খুঁজছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)।
কেননা আইপিএলে খেলার অভিজ্ঞতা দিয়েই নিদাহাস ট্রফিতে ভালো খেলেছেন ভারতীয় ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদও বিষয়টি স্বীকার করছেন। গণমাধ্যমে বিপিএল এবং আইপিএলের পার্থক্য নিয়ে আফতাব বলেন,
'আপনি যদি আইপিএলের কথা চিন্তা করেন ওখানে বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলে, সেই সেরা ক্রিকেটারদের সাথে যখন লোকাল ক্রিকেটাররা ড্রেসিং রুম শেয়ার করে তখন তারা অনেক কিছু শিখতে পারে। আর আমি দেখলাম যে আইপিএলে বাইরের যে বিদেশি ক্রিকেটার আছে তাদের ওপর নির্ভর করা হয় না।'

আইপিএলে লোকাল ক্রিকেটাররা ম্যাচ জেতালেও বিপিএলে বিদেশি ক্রিকেটারদের ওপরেই বেশি নির্ভর করে ফ্র্যাঞ্চাইজিগুলো। আর এখানেই সবথেকে বড় পার্থক্য দেখছেন আফতাব আহমেদ। বিপিএলে লোকাল ক্রিকেটারদের ম্যাচ জেতানোর সামর্থ্য একেবারেই কম বলে মনে করেন সাবেক এই টাইগার ক্রিকেটার। তাঁর ভাষ্যমতে,
'আইপিএলে খেলা লোকাল ক্রিকেটাররাই অনেকগুলো ম্যাচ জেতাচ্ছে কিংবা কঠিন পরিস্থিতিতে ম্যাচ বের করে আনছে। কিন্তু আমাদের বাংলাদেশে এটি একেবারে ভিন্ন বিষয়। বিপিএলে দেখবেন বেশিরভাগ সময় কিন্তু বিদেশিদের ওপর আমাদের নির্ভর করতে হয়। এটাই কিন্তু আমাদের একটি পার্থক্য।'
আইপিএলে খেলা ক্রিকেটাররা নার্ভের দিক থেকেও যথেষ্ট শক্ত বলে মনে করেন আফতাব। সুতরাং টি টোয়েন্টি ফরম্যাটে ভালো করতে হলে আইপিএলের মতো বিপিএলেও লোকাল ক্রিকেটারদের অবদান বাড়ানো জরুরি উল্লেখ করে সাবেক এই ক্রিকেটার জানান,
'ভারতের ক্ষেত্রে আপনি যদি দেখেন এরা সবাই আইপিএলে খেলেছে। সবাই এই অভিজ্ঞতা নিয়েই কিন্তু এখানে খেলতে এসেছে। ওদের নার্ভের একটি ব্যাপার আছে। এই নার্ভের যে পার্থক্যটা এটার কারণেই আমরা শেষ ম্যাচটি হেরে গিয়েছি। লোকাল ক্রিকেটাররাই কিন্তু ম্যাচ জেতাচ্ছে। কিন্তু আমাদের দেশে যদি আপনি বিপিএল দেখেন তাহলে কয়জন লোকাল ক্রিকেটার ম্যাচ জিতিয়েছে বলতে পারেন? এই পার্থক্যটাই আন্তর্জাতিক খেলায় এসে বোধ করতে হচ্ছে।'
বর্তমানে কোচিংকে ক্যারিয়ার হিসেবে নেয়া আফতাব আরো যোগ করেন, 'এই কারণে আমি বলবো আমাদের বিপিএল যখন হয় আমাদের এমন একটা ফরম্যাট করা উচিৎ, এমন একটা কিছু করা উচিৎ যাতে আমাদের বাংলাদেশের ক্রিকেটার যারা আছে তাদের অবদান যেন আরো বেশি থাকে। কিংবা এমন কিছু ক্রিকেটার আনতে হবে যেন কঠিন পরিস্থিতিতে আমাদের লোকাল বোলাররা বোলিং করবে, ব্যাটসম্যানেরা ব্যাটিং করবে তাহলেই আমাদের আইপিএলের মতো অনেক ক্রিকেটার বেড়ে হয়ে আসবে। এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে শিখবে। নতুবা এটি অনেক কঠিন।'