বাতিলের মুখে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

ছবি:

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম বা এফটিপি অনুযায়ী আগামী সেপ্টেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিলো বাংলাদেশের। ছিলো বলা হচ্ছে কারণ সেই সিরিজটি ইতিমধ্যে হুমকির মুখে পড়ে গিয়েছে!
জানা গেছে দুই ম্যাচের এই টেস্ট সিরিজটি বদলে যেতে পারে ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজে। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি ঘনিষ্ঠ সুত্র থেকে এই তথ্যই পাওয়া গিয়েছে।

বিসিবির সেই সূত্র থেকে জানা গেছে বাংলাদেশের সাথে টেস্ট খেলতে নাকি খুব একটা আগ্রহ নেই ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)। মূলত আর্থিক ক্ষতির কথা চিন্তা করেই টেস্ট সিরিজ আয়োজন করার থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে যাচ্ছে অজি ক্রিকেট বোর্ড।
যদিও সিএ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এই বিষয়ে। তবে ধারণা করা যাচ্ছে টেস্ট সিরিজ বাদ দেয়ার পথেই শেষ পর্যন্ত হাঁটবে তারা। এদিকে সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ দল।
তার আগে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলতে পারে টাইগাররা। তবে আইসিসির এফটিপিতে এই সিরিজটির উল্???েখ নেই। কেননা দুই দেশের মধ্যে আলোচনা করেই এই সিরিজটি আয়োজন করা হবে বলে জানা গেছে।