ফিনিশার রিয়াদ এক কথায় অবিশ্বাস্যঃ হার্শা ভোগলে

ছবি:

সদ্য সমাপ্ত নিদাহাস ট্রফিতে বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিশেষ করে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ দলের ডু অর ডাই ম্যাচের জয়ের নায়ক ছিলেন এই অলরাউন্ডার।
লঙ্কান পেসার ইসুরু উদানাকে শেষ বলে ছক্কা হাঁকিয়ে টাইগারদের জয় এনে দেয়ার পাশাপাশি বাংলাদেশকে ফাইনালেও নিয়ে যান তিনি। ১৮ বলে ৪৩ রানের ইনিংস খেলার পাশাপাশি রিয়াদ নজরেও আসেন সেদিন।
আইসিসির বৈশ্বিক আসরে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান এই ক্রিকেটারের ব্যাটিং দেখে মুগ্ধ ক্রিকেট বোদ্ধারা। ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে ২টি সেঞ্চুরি হাঁকানোর পর গেল বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হাঁকিয়েছেন একটি শতক।

আর ২০১৫ সালের বিশ্বকাপে রিয়াদকে খুব কাছ থেকে দেখেছিলেন ক্রিকেট ধারাভাষ্যকার ভারতের হার্শা ভোগলে। বিশ্বকাপের সেই রিয়াদকে নিদাহাস ট্রফিতেও দেখেছেন তিনি।
নিদাহাস ট্রফি শেষে র রিপোর্ট কার্ড দেয়ার সময় তিনি জানিয়েছেন, '২০১৫ সালের বিশ্বকাপে তাকে দেখে ভেবেছিলাম বাংলাদেশ ৪ বা ৫ নম্বর পজিশনের জন্য একজনকে হয়তো পেয়েছে। তাকে একজন অসাধারণ ফিনিশার মনে হয়েছিল।
সে এখনও অসাধারণ ফিনিশার, কিন্তু বাংলাদেশ দল তাকে কেন সাত নম্বরে ব্যাটিং করাচ্ছে আমি সেটা বুঝতে পারছিনা। তবে তাকে সাত নম্বরে খেলিয়ে লাভবানও হচ্ছে তারা যেটা আমরা শ্রীলংকার বিপক্ষে ম্যাচে তার ইনিংস দিয়েই দেখেছি। তাই ১০'র মধ্যে আমি তাকে ৭ নম্বর দিচ্ছি।'