promotional_ad

আইপিএলকেই প্রাধান্য দিচ্ছেন মুস্তাফিজ?

promotional_ad

ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) সুপার সিক্স রাউন্ড শুরু হবে আগামী শনিবার থেকে। তবে এই রাউন্ডে খেলা হচ্ছে না জাতীয় দলের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ এবং তামিম ইকবালের। কেননা সাকিব, তামিম এবং রিয়াদের দল টুর্নামেন্টের সেরা ছয়েই উঠতে পারেনি।  


টুর্নামেন্টে সাকিবের দল মোহামেডান সপ্তমে, তামিমের দল কলাবাগান ক্রীড়া চক্র বারোতে এবং রিয়াদের প্রাইম ব্যাংক নবম অবস্থানে থাকায় সুপার সিক্সের আশা ধূলিসাৎ হয়ে গেছে তাদের। তবে এক্ষেত্রে মুস্তাফিজুর রহমানের বিষয়টি ভিন্ন।


কেননা প্রাইম দোলেশ্বরের হয়ে সুপার সিক্সে তাঁর খেলার কথা থাকলেও মূলত তাঁকে বিশ্রামে রাখার পরামর্শ দিয়েছে টাইগারদের ফিজিও। ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সমন্বয়ক আমিন খানও জানিয়েছেন এমনটাই। সাংবাদিকদের তিনি বলেন, ‘জাতীয় দলের ফিজিও তাকে বিশ্রামে থাকার কথা বলেছে। এ কারণে সুপার লিগ খেলতে পারবে না ও।’



promotional_ad

জাতীয় দলের চিকিৎসক বায়েজিদুল ইসলাম ফিজের বিশ্রাম প্রসঙ্গে বলেছেন, 'মুস্তাফিজের এমনিতে কোনো সমস্যা নেই। সব ক্রিকেটাররাই ফিট রয়েছেন। জাতীয় দলের ফিজিও (চন্দ্রমোহন) মুস্তাফিজকে বিশ্রাম দিয়েছেন। এটা সবার প্রতি কম-বেশি নির্দেশ থাকে। আর এটা একদম যে নতুন, তাও না। প্রতিটা সিরিজের পর এরকম একটা নির্দেশ থাকে।'


তবে বিশ্রামের দোহাই দেয়া হলেও মুস্তাফিজের না খেলার পেছনে মূল কারণ যে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) সেটি জানা গেছে একটি সুত্রে। শুধু তাই নয়, সেই সুত্র থেকে জানা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে নাকি অনাপত্তিপত্রেরও আবেদন করেছেন ফিজ! তবে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে বিসিবি কবে নাগাদ তাঁকে অনাপত্তিপত্র দিবে সেটি এখনও অনিশ্চিত। 


সুত্র- রাইসিং বিডি 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball