বাংলাদেশ ছেড়ে ইংল্যান্ডে হ্যালস্যাল

ছবি:

নিদাহাস ট্রফিতে দলের সঙ্গে ছিলেন না সহকারী কোচের দায়িত্বে থাকা রিচার্ড হ্যালস্যাল। তিনি না থাকায় বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব তুলে দেয় নির্বাচকরা।
নিদাহাস ট্রফি শেষ করে সোমবার দেশে ফিরেছে টাইগাররা। আর মঙ্গলবার বোর্ডের কাছে নিজের পদত্যাগ পত্র জমা দেন সহকারী কোচ রিচার্ড হ্যালস্যাল। পদত্যাগ পত্রে তিনি লিখেছিলেন পারিবারিক সমস্যার কারণে তিনি আর টাইগারদের সঙ্গে কাজ করতে পারবেন না।
ছুটিতে যাবার সময় বাবার অসুস্থতার কথা বলেছিলেন তিনি। বাবার পাশে থাকার জন্য ছুটি নেন। কিন্তু বাবার অসুস্থতার জন্য তিনি ছুটি নেননি। তার পদত্যাগ করার পরের দিনই জানা গেল ইংলিশ কাউন্টিতে যোগ দিয়েছেন তিনি।

কাউন্টি দল সাসেক্সের একাডেমির ডিরেক্টর পদে যোগ দিয়েছেন রিচার্ড হ্যালসল। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার থেকে তার সেখানে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।
এর আগে ১৯৯৮ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্লাবটির ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন হ্যালসল।
২০১৪ সালে বাংলাদেশের সঙ্গে চুক্তি সই করেন হ্যালস্যাল। তিনি বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করলেও তাকে সহকারী কোচের পদে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।