ব্রেট লি'র পরামর্শে ভাগ্য বদলাবে তাসকিনের?

ছবি:

বল হাতে বাজে সময় যেন কাটছেই না টাইগার পেসার তাসকিন আহমেদের। দক্ষিণ আফ্রিকা সফরে ব্যর্থ হওয়ায় ঘরের মাঠে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দলে ছিলেন না এই পেস তারকা।
লঙ্কানদের বিপক্ষে টি২০ সিরিজেও দর্শক হয়ে ছিলেন। তবে শ্রীলঙ্কা সফরে ত্রিদেশীয় টি২০ সিরিজে আবারও দলে ফেরানো হয় তাকে। সেখানেও বল হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তাসকিন।
এমন কঠিন সময়ে কঠিন পরিশ্রম করা ছাড়া আর কিছুই ভাবতে পারছেন না তিনি। খারাপ সময় সবারই যায়। এটাকে জীবনের অংশ হিসেবেই মনে করেন তাসকিন আহমেদ। সব ঠিক হয়ে যাবে বলেও বিশ্বাস তার।

এই প্রসঙ্গে তাসকিন বলেছেন, 'খারাপ সময় সবারই যায়। এটা জীবনেরই একটা অংশ। আমি কেবলমাত্র কঠোর পরিশ্রমটাই করতে পারি। এছাড়া আমার আর কিছুই করার নাই। আমি আমার হার্ডওয়ার্কটা করে যাই, আমার বিশ্বাস আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে।'
এদিকে নিদাহাস ট্রফিতে তাসকিনের বোলিং দেখে মুগ্ধ হয়েছেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লি। এই টাইগার পেসারের প্রশংসাও করেছেন তিনি।তাছাড়া নিদাহাস ট্রফি চলার সময় কয়েকবার কথাও হয়েছে তার সঙ্গে।
তাসকিনকে ফিটনেসের প্রতি নজর দেয়ার পরামর্শ দিয়েছেন ব্রেট লি। খাদ্যাভ্যাসের সাথে মানসিকভাবে চাঙ্গা থাকারও বেশ কিছু টোটকা দিয়েছেন তিনি। এখন দেখার বিষয় সাবেক অজি গ্রেটের পরামর্শে ভাগ্য বদলায় নাকি তাসকিনের।
তাসকিন বলেন, 'ব্রেট লি ফিটনেস লেভেলের বিষয়ে কিছু কথা বলেছে এবং স্কিল... সবকিছুই আসলে নির্ভর করে প্রাকটিসের ওপর। এগুলো প্রাকটিস করে এগুলোর উন্নতি করতে হয় এবং তার সঙ্গে খাদ্যাভ্যাস এবং মানসিকভাবে শক্তিশালী হওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ।'