promotional_ad

বিশ্বকাপের টিকিট পেল গেইলরা

promotional_ad

২০১৯ বিশ্বকাপের টিকিট পেয়েছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। বুধবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ডাকওয়ার্থ-লুইস মেথডে ৫ রানের জয়ে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে ক্রিস গেইল-এভিন লুইসরা।


স্কটিশদের হারালেও বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিবে জেসন হোল্ডারের দল। এই সমীকরণ নিয়েই মাঠে নেমেছিল ক্যারিবিয়ানরা। কিন্তু তাদের এই সমীকরণের ইনিংসের হিসেব পাল্টে দেন শাফইয়ান শরিফ এবং ব্র্যাড হুইল।


এই দুইজনের বোলিং তোপে ২ রানে ২ উইকেট হারিয়ে বসে ক্যারিবিয়ানরা। এরপর ১৩১ রানের জুটি গড়েন এভিন লুইস এবং মারলন স্যামুয়েলস। দুইজনই তুলে নেন ফিফটি। লুইস ৬৬ এবং স্যামুয়েলস ৫১ করে বিদায় নিলে ক্যারিবিয়ানদের চেপে ধরে স্কটিশ বোলাররা।



promotional_ad

নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে মাত্র ১৯৮ রানে উইন্ডিজদের আটকে দেন তারা। শাফইয়ান শরিফ এবং ব্র্যাড হুইল নেন ৩টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২৫ রানে ৩ উইকেট হারিয়ে বিসে স্কটিশরা।


সেখান থেকে জুটি গড়ে দলকে উদ্ধার করেন ক্যালাম ম্যাকলয়েড এবং রিচি বেরিংটন। ম্যাকলয়েড ২১ করে ফিরে যাওয়ার পর দলীয় ১০৫ রানে বিদায় নেন বেরিংটন। তারপরও উইন্ডিজদের হারিয়ে বিশ্বকাপের টিকিট পাওয়ার স্বপ্ন দেখছিল স্কটিশরা।


কিন্তু তাদের স্বপ্নে বাঁধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। ৩৫.২ ওভারের সময় হারারে স্পোর্টস গ্রাউন্ডে যখন বৃষ্টি শুরু হয়, স্কটল্যান্ডের রান তখন ৫ উইকেটে ১২৫। বৃষ্টি আইনে স্কোটিশরা পাঁচ রানে পিছিয়ে থাকায় জয় পায় দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball